Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ হীরক বন্দ্যোপাধ্যায় ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
হীরক বন্দ্যোপাধ্যায়


চশমাটা খুলে গেলে 

স্বেচ্ছায় চশমা সরিয়ে রাখা সহজ হয়ে ওঠে
যদি স্বপ্নের গভীরে অস্পষ্ট কন্ঠস্বর
ভেসে না ওঠে
উড়ে যাওয়া পাখি কার্যকারণহীন না ডাকে
আমাদের দীর্ঘ গন্তব্যের ভেঙে পড়া গাছ
পদ্মপুকুর, পিপড়েদের গমন পথে
বাধা হয়ে না দাঁড়ায়
এমনকি বহু দূর থেকে
স্বগোতক্তির মতো ছায়াপথে দৃশ্যমান নক্ষত্রের
ধোয়াময় আলো মনখারাপের কথা না বলে
স্বেচ্ছায় চশমা সরিয়ে রাখা সহজ হয়ে ওঠে
যদি সবকিছু ভুলে যাওয়া যায়
প্রাত্যহিক জীবনের সামান্য বেচে থাকার সময়েও সীমাহীন অপমানে
জর্জরিত করা না হয়
সহজ হয়ে ওঠে
চশমায় ভেসে ওঠা অশ্রু...


No comments: