মানিকলাল সিংহ সংখ্যা
রঞ্জনা বসু
দিন ফুরালে
মাদুর গোটানো দিন নিয়ে যাব সাথে
নিজেরই অজান্তে রেখেছি এ মনে
জয়ে আর পরাজয়ে ধূলোমাখা অনাদরে
অভাবী উঠোনে কিছু ছড়ানো ছবি।
গোপন দীর্ঘশ্বাসে যত চাওয়া পাওয়া
অর্থহীন এলোমেলো যত অপচয়
জড়িয়ে রয়েছে কিছু আর ছেড়ে যাওয়া
আবেগ মেশানো কিছু আর মোহময়।
বুকে করে নিয়ে যাব বিশ্বাস বোধ
ঝরে পড়া বেদনার নোনা ধরা ঘর
আশার স্বপ্নের একমুঠো রোদ
দখিনা বাতাস আর খুলে রাখা দোর।
সময়কে কাঁধে তুলে অবুঝ হৃদয়
জীবনের কাছে বুঝি আছে ঋণী হয়ে
কান পেতে শোনে কড়া নাড়ে দরজায়
নিজেকে খুলে ধরার এই তো সময়।

No comments:
Post a Comment