Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ মন্দাক্রান্তা সেন ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
মন্দাক্রান্তা সেন 


কষ্ট


উহ কষ্ট ! আহ কষ্ট ! কী যে কষ্ট !
প্রেমে পড়েছি যে, সে কথাটি এত স্পষ্ট! 

হ্যাঁ, প্রেমে পড়েছি, একেবারে হুড়মুড়িয়ে
এস পিয়সখা, নাও হে আমায় কুড়িয়ে

নেবে না যে আর, সে কথাটি আমি জানি তো
নিজেকে নাই বা করি আর অপমানিত

ভুলে যেতে চাই ডাকতাম তাকে কী নামে
এবার কবিতা থামুক যতির বিরামে

হে প্রেম, তোমাকে ছেড়ে চলে যাব সুদূরে
সব ফেলে যাব, কষ্টটি নেব শুধু রে... 


No comments: