মানিকলাল সিংহ সংখ্যা
মধুসূদন দরিপা
অবুঝ
৫
অদ্ভুত রামায়ণ লিখেছিলেন জগদ্রাম
রামের নাম কিন্তু কিষ্কিন্ধ্যা হয়নি
জিলিপির আড়াই প্যাঁচে এখন
উদ্ভট পুরাণ পাগলী
পাতালঘর হয়ে যায় উত্তমকুমার
নিষিদ্ধ পল্লী হয়ে যায় কলেজ স্কোয়ার
৬
'হিমালয় কারো ঔদ্ধত্য সহ্য করে , না ' -- প্রবোধ সান্যাল
(কার ঔদ্ধত্য ? কার ? )
নিজের পাড়ায় কুকুর রাজা
(রাজা না রাণী ? )
পাহাড়ী বিছে আর কুকরি নিয়ে
চল পাগলী কানামাছি খেলি
৯
অনেকদিন তো হলো এবার ঠিকানাটা বদলাও নন্দলাল
সন্ধ্যার পর আর আর্ট কলেজে নয় বরং পার্ক স্ট্রিটে চলো
চিত্রাঙ্গদা : অর্জুন ! তুমি অর্জুন ! (পড়ুন পার্থ )
ক্ষমা দিয়ে কোর না অসম্মান / যুদ্ধে করো আহ্বান
হাল্লা রাজার সেনা তোরা যুদ্ধ করে করবি কী' টা বল
কিং অর ক্যুইন ক্যান ডু নো রং-রে পাগলী
১০
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে নিয়মিত
শীর্ষাসন করতেন নেহরু
নরেন্দ্র মোদীও করেন
আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবসে
গুলি খাওয়া লাঙ্গল এবার শবাসন করবে রাষ্ট্রের নাভিদেশে
শীর্ষাসন ভার্সেস শবাসন : খেলাটা কেমন জমবে রে পাগলী
পাটিগণিতে যোগের ঠিক পরেই কিন্তু বিয়োগের অঙ্ক

No comments:
Post a Comment