Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ গাফফার মাহমুদ ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
গাফফার মাহমুদ


রানুসোম, ও পাড়ার দাশবাড়ি 

প্রতিদিন, পারফিউম সুবাতাস মগ্নতা
আষ্টেপৃষ্টে লেগে থাকে বায়বীয় গুঞ্জন
কামনার মাদকতা উঁকি তোলে রোজ
ঘনিষ্ট বোধ তোলে মৃম্ময় সুকৃতি সুখ।

এখন আর দাশপাড়া নেই
মুখ থুবড়ে পড়ছে চালাঘর
নুইয়ে পড়ছে রানুসোম

কানাঘুষার দাশপাড়া কতোদিন
অনাথ মেঘের সঙ্গে আড়ি উড়ি
কতোদিন নিরবিচ্ছিন্ন ও পাড়ার দাশবাড়ি ! 


No comments: