Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সোনালি বেগম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সোনালি বেগম
 


স্বেদবিন্দু

সংবেদী তরুণটি যখন তরুণীটির কথা রাখলো
তখন গোধূলির আলো ঠিকরে পড়ল কপালে চোখেমুখে
স্বেদবিন্দু বিন্দু-বিন্দু অপূর্ণতা পূরণ।
বাস-স্টপেজে গ্রীষ্ম দুপুর শুনশান আঁকিবুকি
প্রদক্ষিণরত গ্রহ জ্বলজ্বল নক্ষত্র ভালোবেসে।
কেমো-থেরাপির আমন্ত্রণে হাসপাতাল-চত্বর ঘোরাঘুরি
ক্লান্ত-শ্রান্ত মাধবীলতা গুন গুন ভ্রমর-গুঞ্জন
আলিঙ্গনরত ধ্যানমগ্ন আকাশ সংরাগে–––


ধূমকেতু, আলিঙ্গন

ঝড়ের মধ্যে উড়ে যাচ্ছে রঙিন মেঘ।
রাঙা মাটির দেশ নুড়িপাথর আর
প্রবাহিত নদী, নীল ছায়ার মতো সরে 
যেতে থাকে বাতাসের গতি।
ঢেউ ফিরে যায় সমুদ্রের বুকে। ধূমকেতু-ধুলোয়
আমাদের আদিম আত্মীয়তা 
প্রাচীনতম আলিঙ্গন ভাসতে থাকে।


 

No comments: