মানিকলাল সিংহ সংখ্যা
তুলসীদাস ভট্টাচার্য
অপ্রকাশিত
একান্ত সাক্ষাৎকারে যে কথাগুলি
বলেছিলাম তা আজও অমুদ্রিত।
প্রকাশের মোহ থেকে দূরে ভাসমান মেঘ
কোথাও কোথাও অঝোরে ঢেলে দেয় বৃষ্টি
সুউচ্চ পাহাড় হয়ে যদি মেঘের সামনে দাঁড়ানো যেত
জলজ গন্ধে উপচে পড়ত প্রতিবাত ঢাল
খাঁজে খাঁজে উঁকি দিত বুনো ঘাস
বনমোরগ খরগোশের লুকোচুরি খেলা
হরিণের শিংয়ে চন্দ্রবলয়
গ্রানাইট শরীরে খুঁজে নিত উত্তাপ।

No comments:
Post a Comment