Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ তুলি রহমান ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা

তুলি রহমান


জেগে ওঠে গৈরিকশিলা

সমস্ত চরাচর ঘুমিয়ে পড়লে
কিশোরী প্রেমে জেগে ওঠে গৈরিকশিলা
           বুকে তার টইটুম্বুর জলপিপাসা
ক্রন্দসী বালিকা হেঁটে যায় শুষ্ক নদীপথে
পাহাড়ের ঢাল বেয়ে নেমে আসে সারবেঁধে আদিবাসী
           মাটিময় শরীরে জুমের ঘ্রাণ।
একে একে তারা গৈরিকশিলায় লিখে রাখে ঈশ্বরের নাম।
পড়ে না মনে, কবে কখন
      প্রথম কোন উচ্চারণে মন্ত্রের মতো
শুনেছিলো প্রেম ও জাগরণী গান,
             কোজাগরী গল্পের মতো
কবে জাগবে মানব হৃদয়?


No comments: