মানিকলাল সিংহ সংখ্যা
অনুপ মণ্ডল
বোতামঘর
বোতামঘরের বক্তব্য যাহাই হোক না কেন
বোতামগুলো সবই নীল রঙের হওয়া বাঞ্ছনীয় ছিল
চিরকাল আমি
আকাশ রঙের নীল জামা পছন্দ করে এসেছি
শিউলির মা
রোজ দুবেলা আমার ঘরদোর মুছে দিয়ে যায়
খাটে আধশোয়া অবস্থায়
আমি তখন আমার নীল আকাশের কথা ভাবি
আমি আমার উথালপাথাল নীল সমুদ্রের কথা ভাবি
রঙচটা ব্লাউজের নীল রঙে
ছিটেফোঁটা নীল আকাশ যদিও
সাদা মেঘের পাশ দিয়ে বকের সারি মন্থর উড়ে যায়
তুচ্ছ মাছেদের তুচ্ছ প্রানের কথা খবরে আসে
পুড়তে থাকে আমার পৌঢ়ত্বের গুরুপূর্ণিমা
হারিয়ে যাওয়া ছেঁড়া বোতাম খুঁজে না পেয়ে
বোতামঘর আমি সনাক্ত করে উঠতে পারিনা

No comments:
Post a Comment