মানিকলাল সিংহ সংখ্যা
রবীন বসু
নিঃস্ব দাঁড়িয়ে মানবসভ্যতা
অবরুদ্ধ দিন-ঘিরে গতির ঘোড়া থামে
ক্লান্ত বিমর্ষ বিকেল খোলাখুলি কথা বলে
সব পরিচ্ছন্নতা দূষণের দোষ ঘাড়ে নেবে বলে
মধ্যরাতের দরোজা খোলে
মেঘেঢাকা তারার জগৎ অনির্বাণ ইশারায়
কাঁপে, দোল খায় নিরবচ্ছিন্ন আকাশগঙ্গা
রহস্য জড়ানো সেই মধ্যরাত উঁকি মারে
শ্বাসকষ্ট-জর্জরিত পৃথিবীর প্রাণ
আরোগ্য সন্ধানে যাবে ভিনগ্রহের সবুজে
নির্মল বাতাস বুকে ভরার আকুতি জাগিয়ে
থেমে-থাকা ঘোড়ার লাগামে দেয় টান
গতির মাঝখানে নিঃস্ব দাঁড়িয়ে মানবসভ্যতা…

No comments:
Post a Comment