মানিকলাল সিংহ সংখ্যা
পিনাকী রঞ্জন সামন্ত
বাইওডাটা
উচ্ছৃঙ্খল বাজেট বাইওডাটার সঙ্গে সূর্য ওঠার কোনো সম্পর্ক নেই ।
দিনরাত্রির মাঝখানে যে দোলনাটি প্রতিনিয়ত ঝোলে, তাই যদি প্রতিভা হয়, তা হলে বাজেট একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিধ্বনি হতে পারে - যা থেকে
১)
একটি দেশের অর্থনৈতিক প্যারামিটারের চিত্রকল্প সহজেই আঁকা যায়
২)
চৈতন্য এবং অচৈতন্যর একটি অসহায় আত্মসমর্পণের সুর
৩)
একটি অসহায় জলাশয়ের নিভৃত কান্না
এবং ৪)
একটি দেশের অপরিণত পরিকল্পনার বার্ষিক ঢেউ থেকে আমরা জেনে নিতে পারি আমাদের দারিদ্র্য উৎসব
আমরা পাই ---
অসংখ্য আম্বানি, জামদানি, রিলায়েন্স এন্টারটেইনমেন্ট পূর্ব পরিকল্পিত ।
এসো
আমরা সম্পাদনা করি একটি পুজো সংখ্যার অসমাপ্ত পাণ্ডুলিপির আত্মউন্মোচন
ওঁ শ্রীকৃষ্ণ
ওঁ রাধে
ওঁ তৎসৎ
ওঁ বিষ্ণুপ্রিয়া, পিয়ঙবদা, চিত্রাঙ্গদা মাখানো
কী সুন্দর, ভারী সুন্দর
সুন্দর ক্লান্তি ।

No comments:
Post a Comment