ছক্কা ফর্মের কবিতা
সুধাংশুরঞ্জন সাহা
পরিচিতি ::
সুধাংশুরঞ্জন সাহা । জন্ম তারিখ : ৩০ ডিসেম্বর ১৯৫৭ । বিজ্ঞান, কলা, আইনে স্নাতক। ম্যানেজমেন্টে স্নাতকোত্তর। স্টেট ব্যাংকের অবসরপ্রাপ্ত আধিকারিক। লেখালেখির শুরু ১৯৮৭-৮৮ সাল নাগাদ। ইতিপূর্বে জাতীয় স্তরে ব্যাঙ্কিং ট্রেড ইউনিয়ন এবং গ্রুপ থিয়েটার নিয়ে বিশেষভাবে সক্রিয় থাকার কারণে কবিতার জগতে আসতে একটু দেরি হয় । তবে, থিয়েটারই কবিতা মনস্ক করে তুলতে সাহায্য করেছে নানাভাবে।
প্রকাশিত কাব্যগ্রন্থ : চোদ্দ । গল্পগ্রন্থ : এক । ছড়াগ্রন্থ : এক ।
অপহৃত রাত্রির চর্যাকথা; * নিরুত্তর তারার স্বপ্ন; * পূর্বাভাস; * পাগল চাকা ঘুরছে অবিরাম; *একা দুপুর; * শ্রেষ্ঠ প্রেমের পদ্য; * উপেক্ষিত সকালের মেঘলা সনেট; * মন্দাক্রান্তা, অবাধ্য মেয়ে, তোমাকেই বলি; * শ্রাবণের নিরিবিলি মেঘ ব্যারাকে; * সময়ের এস্রাজে বেজে যায় অবুঝ দুপুর ।
পুরস্কার : কবি নিত্যানন্দ পুরস্কার । পূষণ পুরস্কার । ইসক্রা স্মারক সম্মাননা । কবি বেনু গঙ্গোপাধ্যায় পুরস্কার.... ইত্যাদি ।
(এক)
হাঁটাপথ
শেষ হয়ে গেলে
সকাল সকাল
ডগলাস মাঠ আমার কাছে ছুটে আসে
নিমগাছ হাতছানি দিয়ে ডাকে
ঝুঁকে পড়ে তামাম করমচাগাছ পাতাবাহার
(দুই)
হাত আর মুখ
কেউ কাউকে বিশ্বাস করে না
রাস্তা
নিজেই সংযত থাকে খুব
শুধু দেখে
কীভাবে বদলে যাচ্ছে মানুষ আর আশপাশ
(তিন)
শিরোনামহীন বেঁচে আছি
ভ্রূপাতায় জেগে থাকে নানা বিস্ময়
তোমাকে
মনে পড়ে খুব আজকাল
শ্রাবণ এলে
বৃষ্টির জলে ভেসে আসে তোমার মুখ
(চার)
সন্দেহের জ্বর
পোড়াচ্ছে সারা দুনিয়া
রেহাই নেই কারো কোন নিপুণ অজুহাতে
অভূতপূর্ব এক যুদ্ধ পৃথিবী জুড়ে
সামান্য এক অচেনা ভাইরাস
বিশ্বব্রহ্মাণ্ডে
(পাঁচ)
মাঝরাতে ঘুম ভেঙে গেলে
মাথার ভিতর
অবুঝ
ভায়োলিন বেজে ওঠে
চোখের জলে সাঁতার কাটে নদী
চেনামুখ অনর্গল কথা বলে বুকের গভীরে
(ছয়)
বেশি নয়
মাত্র একবার ঘুরে দাঁড়াও
একবার
জয় করবার আছে সুবিশাল দুনিয়া
শিরদাঁড়া সোজা করো
তোমার সামনে সীমাহীন বিস্ময় অপেক্ষা করছে
(সাত)
বারবার কেন যে ভুল হয়ে যায়
কেন হারিয়ে ফেলি দিশা
আমাকে চমকায়
পথ
ভুলিয়ে দেয় সব
তবু আমি একা একা চলি
(আট)
কোন কোন বিষাদ আমাকে জাগায়
তিস্তার ঠান্ডা স্রোতে
অবাধ্য
পাহাড়ের পাদদেশে
গভীর অরণ্যের আঁকাবাঁকা পথে
ছাঙ্গো লেকের বিস্তীর্ণ এক বরফের রাজ্যে
(নয়)
কাল
সারারাত বৃষ্টির জলতরঙ্গ
আমাকে বাজিয়েছে
ভোরের শত সহস্র পাখির নিবিড় মগ্নতায়
আকাশময় মেঘ রোদের মায়ায়
স্বপ্নময় কবিতার এক অলীক উপমহাদেশে
(দশ)
কাটা ঘুড়ির বিষণ্ন বিকেল
আমার মগজে রাত্রি গুলে দেয়
কেউ
সেটা বিশ্বাস করে
কেউ আবার
হারজিতের তীব্র জীবনবোধের গল্প বুনে দেয়

No comments:
Post a Comment