মানিকলাল সিংহ সংখ্যা
মৃণালেন্দু দাশ
পার পাবেনা কেউই
যাচ্ছে তাই হয়ে যাচ্ছে , যাক
ক্ষমা করবনা ৷ ঘৃণা—তাও না ! সুতো ছাড়ব ধূম
মাঝে মধ্যে এমন টান মারব , ধরণী দ্ধিধায় ছত্রখান
দৃশ্যত এসব অসম্ভব !
লাঙলের ফলায় মাটি , সর্বংস্বহা সীতা সঙ্গে ক্লেদ যন্ত্রণা
আর অন্ধকার
কান্না
দুঃখ
ক্ষোভ
ক্রোধ
লোভ
ঈর্ষা
ত্রাস
পর
পর
পার পাবেনা কেউই , ইতিহাস !
ঘামের পরিবর্তে ডালভাতে কাগজি লেবুর পরিকল্পনা
বাহ, যাকে বলে সামাজিক স্তোকবাক্য —
ফিরে যাবার আগে, শুধু একবার মন ভরে কষিয়ে লাথি ৷

No comments:
Post a Comment