মানিকলাল সিংহ সংখ্যা
জ্যোতি পোদ্দার
পুরুষ
তুমি মিঞা ঠেডা পুরুষ
ঠারে ঠারে নানা কথা কও
আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া
সাঝ রাইতে কথাতে ফোটাও হলুদ ফুল
রাইত পোহালে চোখে মুখে
ছড়াইয়া দেও মরিচফুল
কচকচ করে বুকগলা জ্বলে
হেচকি দিয়া কান্না আসে
কাউরে বেবাক কথা কইতে পারি না।
তুমি মিঞা ঠেডা পুরুষ মানুষ
কথার ভাঁজে কথা রাইখ্যা
বিনা জলে চিড়া ভিজাও
তুমি মিঞা ঠারে ঠারে কথা কওনের গোঁসাই
তুমি মিঞা দখলদারের নায়েব মশাই
তুমি মিঞা ঠেডা পুরুষ
ঠারে ঠারে নানা কথা কও
আধেক বুঝি আর আধেক বিড়ির ধোঁয়া

No comments:
Post a Comment