Thursday, September 24, 2020

|| ছক্কা ফর্মের কবিতা ≈ দেবযানী বসু ||

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
ছক্কা ফর্মের কবিতা
দেবযানী বসু
পরিচিতি ::  
দেবযানী বসু। জন্ম : ১৯৬০,বর্তমান নিবাস : টালিগঞ্জ, শিক্ষা : বাংলা সাহিত্যে স্নাতকোত্তর, বি,এড । শূন্যদশকে লিখতে আসা।কৃত্তিবাস প্রতিভাস কবিতাক্যাম্পাস সুতরাং থেকে কবিতার বই প্রকাশিত
বইয়ের নাম: দেবযানীর স্বীকারোক্তি,স্বপ্নিল বর্ণমালা,তৃতীয়া পৃথিবী,আইভরি খাতা,নোনামিঠে জলচিহ্ন,রেডিও অ্যাক্টিভ মিনারেল বৃষ্টি, চৌরেখাবতী পিরামিডের অরোরা,স্ট্রবেরিগন্ধার যোজনপথ



১. 
কে সেই সুন্দরী?
হাসির ফুলকি ঝরছে
স্ত্রী কাকের আখ্যায়িকা শরীর
আনন্দের কনৌজি
হাড়গিলেদের সংসারে কাহারবা অনুসৃতি
পর্ব পর্বান্তরে বাড়ে
ছোঁ মেরে নিচ্ছে ব্রজবুলির বুক

২. 
স্বাদ অনুযায়ী লবণ
আলুপোস্ত
একটু পেঁয়াজ চাওয়ার সহজপাঠ
কতোটা গুঞ্জন বাড়ে আলোআঁধারিতে ?
কতোটা গুঞ্জন আছে গলার ঢালে?
তুমি জানো
আমাকে জানাও

৩. 
সাবধান
তিলাঞ্জলি
গাছেরা পা ফাঁক করে হাঁটে
চোখ খোলো দেখো না ওভাবে
প্রেতের হাত মেলে ধরা উজবুক শরীর
মন বসাও
গাড়েলা রাস্তা

৪. 
ওঁৎবিড়াল
গা শোকাশুঁকি কর
সবজিওয়ালী ট্রেনের চোখে জল
বীর্যশক্তি পেয়ে পতন ছোটে জিডিপির মতো
সরস পয়সার মতো চামড়া আমাদের
আমিও সুযোগসন্ধানী বটে
ওঁৎবিড়াল

৫. 
চক্কর
খারাপ ছোঁয়াছুঁয়িতে ফুল ফুটছে অসহায় দিন
বাতিদন্ড ছায়া খোলাপড়া করে
আড়কাঠি জাগ্ৰত
সামলাচ্ছি 
চাই ছোঁয়াছুঁয়ির আলোমন
খিদের শিকলে মরচে পড়ে না

৬. 
বডিমামলা
রাতের আঁশগন্ধ বাঁশবনে
মৃত্যুর বিমা নিয়ে ফিরে যায় অসুখ
বডিদের কারচুপি বাড়ে
ওষুধ ঘুমিয়েছে আমাকে ভালোবেসে
ঢাকঢোলহীনতা
করোনায় মৃতদের প্রেতাত্মা হয়না

৭. 
ধ্বংসপোড়া রতিভস্ম
শামুক পাথর ঝিনুকরা মরে সাদা
গেঁড়ি গুগলিদের রাজত্ব
সীমান্তের পপকর্ন টিভির পর্দায় গড়াচ্ছে
যুদ্ধ অনিবার্য
মজুদ রক্তদান শিবিরের প্রেসারকুকার
খবর ফুটছে

৮. 
অধিকার
ক্রিস্টাল উত্তর
পাহাড় শুষে নিচ্ছে
পায়ে পায়ে
চাকায় লাগছে প্রান্তিক মাটির মমতা
বুক চাপড়ে প্রশ্ন গিলছি
পথ বাড়ায় পৌঁছতে পারছি না

৯. 
অচেনা
খন্ডবিলাসিতা
তিনকন্যা এককন্যা দন্দ্ব সমাস
ছেলেমেয়ে জলচোরা কম্পিউটারভুক
গল্পের আঁশলাগা তৎকাল কপালে ছাইতিলক আঁকে
আপাদমস্তক মিথ্যে চুল
আমাকে বাসতে ভালো ভুলেছে

১০. 
অ্যাকোরিয়াম
ডিক্সনারি
হুঁশিয়ার  চায়ের জল কাঁপানো শব্দ
চুপ
আমার সব দোষ তোমাকে দিলাম জটেবুড়ি
ঐ মৎস্যনারী
ডিগবাজি খেতে খেতে জগৎ পেরিয়ে গেলাম


No comments: