Thursday, September 24, 2020

|| ছক্কা ফর্মের কবিতা ≈ দেবার্ঘ সেন ||

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
ছক্কা ফর্মের কবিতা
দেবার্ঘ সেন
পরিচিতিঃ 
৫৯, চারাবাগান, শেওড়াফুলি,  হুগলী, শ্রীরামপুর, জেলা- হুগলী, সূচক- ৭১২ ২২  কবিতাই কবির মূল পরিচিতি এ বিষয়েই বিশ্বাসী। কবিতা অন্ত প্রাণ। নানান পত্র-পত্রিকায় লেখেন। এখনও পর্যন্ত চারটি কবিতার বই প্রকাশ পেয়েছে--
ক) সমান্তরাল, দিগন্ত প্রকাশন খ) এক্সকিউজ মি, বার্তা প্রকাশন গ) কাজল বাঁশী, বার্তা প্রকাশন ঘ) নির্বীর্যতার জতুগৃহ, বার্তা প্রকাশন


ভাগশেষ
অবসান
ঘরে ঘরে করাতের ধ্বণি
প্রাপ্ত ভাগশেষে পোড়া স্রোত গান
জরিমানা নিয়ে গেল শেষ রক্ত বিন্দু
খবর আজ উদাসীন
রক্ত শিশির


এপিটাফ
উড়োজাহাজ প্রেম
বিসর্গ কান্না উঁচু গলায়
প্রস্বাপন
খসে পড়া প্রাক্তন চামড়ার কোলাহল
দূরে শাঁখ বাজে
চিরবিদায়ীর সাজে সেজেছে, কয়েকটা বিপ্লবী নখ


নাভি
ধোঁয়াদের পর্বতশ্রেণী
পথ শেষের বাল্মিকী
নির্বিকার
পায়ের কৌশল আড়াল করে ছায়া
বেলেল্লাপনা, এই তো নির্বাসন
শরীরের নাভি, নাভির শরীর, নাভিতে পৃথিবী


বিবর
উদ্বায়ী একটা মৌলিক ধর্ম
গোপনীয়তা চুরি
আয়োডিন
বিবরের অস্থায়ী প্রতিনিধি
সারা অঙ্গ জুড়ে আঁশযুক্ত ছাই
একাকী মানুষটা অপরাধবোধেই শেষ হয়ে গেল।

সান্ত্বনা
স্বপ্নের ভেতর বাস্তব
ঘোর বিভোর
ডানা ঝাপটায় উত্তাল হৃদয়ের লহরী বাতাস
ঘুমের মাঝে তোমাকে হাতড়াই
গণিত দিয়েছে প্রেমের সান্ত্বনা পুরস্কার
জলপ্রপাত



পরীক্ষা
অর্ধমৃত শরীরে প্রতিশোধের কাটা দাগ
অপ্রত্যাশিত
ভুলে যাওয়ায় আত্মসম্মান বাঁচে
চশমা পাল্টাও
আগুনের কাছে বসাই জন্মের দায়
এই তো পরীক্ষা

কাকতালীয়
তালি কাক অথবা কাকতালীয়
একটা ঘড়ির ছিন্ন শ্বাসমূল
অবসর ভেদে ভালোবাসার চিহ্নিত প্রিয় উপমাংস
নির্মেদ গোমেদ
তর্জমায় ফিরি একা
পাতাবাহার

উদাসীন পর্যটক
অরণ্যের আন্তরিক পথ একা
উদাসীন পর্যটকেরা যত্ন নেয় না স্নানে
বনফায়ারের মাংস
ফেরার ট্রেন বাতিল
ঝোপঝাড়
আন্তরিক সুড়ঙ্গে চেপ্টে গেল হৃদয়।

হ্যালো
ফোনের একপাশে রাত আর একপাশে দিন
খিমচে ধরা আলোর হাত
আমাদের লম্ব-বৃত্তাকার সম্পর্কের ধূসর প্যাপিরাস
প্রায়ান্ধকার
চোখের ভেতর স্যুইচ
সংক্রামিত হ্যালো

মার্জনা স্তূপ
আদরের কান্না শুনি
সালোকসংশ্লেষ
বন্দিরা মন্দিরের চটে যাওয়া আর্তনাদ
সমাজ সংস্কারে মৃত্যুমুখী ক্লোরোফিল
যদি সম্ভব হয়, পড়ো তফাতের শিরদাঁড়া
তারাদের গল্পসমগ্র

 


No comments: