মানিকলাল সিংহ সংখ্যা
সুজিত রেজ
বালসেমি
ভোরের বালক আমি এই পঞ্চাশেও
নগন শরীর জুড়ে তিস্তার ঝলা
দেবতার গ্রাস রুখে হাঙরের ঢেউ
কুলকুচি করে ফেলি জিরাফের গলা
নিজেই ছেয়েছি ঘর পাখির পালকে
উড়ো মেঘ সুরে গায় অনন্তসঙ্গীত
লয় তালে শিহরিত আদিম পুলকে
ব্রহ্মনাদে মিশে যাই আমি আচম্বিত্
তারপর জ্বর আসে মোহশূন্য গৃহ
ইড়া পিঙ্গলার টানে প্রাকৃত স্খলন
ওঙ্কার সাধন মন্ত্রে গভীর নিস্পৃহ
শুক্রবিলে ঘূর্ণিপাক অমৃত মন্থন

No comments:
Post a Comment