কল্পতরু এক
একরোখা কল্পতরু ছায়া ফেলে পাহাড়-সমুদ্রে
রাশি রাশি শুকনোপাতা বাতাসের গায়ে
জড়িয়ে থাকে।
ধানের মরায় পাশে চিৎ হয়ে শুয়ে আছে
ঘামে ভেজা নিঃসাড় দেহ।
একটি দুটি পাতা খসে শুকনো পাতা।
দুই
বনবিড়ালের গোঁফ বাড়তে বাড়তে
মাসি উঠে যায়
বাদাবন ছেড়ে শাল মহুয়ার রাজা এখন
একটি দুটি পাতা ওড়ে সবুজ পাতা।
No comments:
Post a Comment