|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
মাসুদুল হক
কোমা
আমার বাবা পায়ের ছাপ দেখেই
বলে দিতে পারতেন পশুর নাম
পাখির পেছনে ছুটতে ছুটতে
বিস্তৃত হয়েছিল তার বনসংরক্ষণের সীমা
একবার বাঘের ছাল নিয়ে বাড়ি ফিরলেন
সেই থেকেই বাবা শীতাক্রান্ত
আমাদের বাড়িটাই কুয়াশামগ্ন পাহাড়ের গুহা
বাবা বাঘ হয়ে ঘুমিয়ে আছেন !
No comments:
Post a Comment