মানিকলাল সিংহ সংখ্যা
গৌতম কুমার গুপ্ত
দেবতাকে
চুপ করে আছেন তেত্রিশ কোটি দেবতা
একশো তিরিশকোটির সমর্পিত ফুল
নৈবেদ্যর উপচারে ধূপদীপের সমুজ্জ্বলে
পূজোর বেদী ভারে আনত তুমুল
মায়ের আঁচল থেকে ঝরে পড়ছে স্নেহ
টুকটাক কুড়িয়ে নিচ্ছে আশীর্বাদী বচন
যে যার ব্যস্ত হচ্ছে উপজীবিকায়
আহার বিহার টাকাকড়ি প্রমুখ চয়ন
পূজোর মন্ত্র চিৎকার চেঁচামেচি গালমন্দ মিশিয়ে
হাসিফুল কান্নাজল ব্যাধি ও নিরাময় জুড়ে
পৃথিবীর প্রদক্ষিণ আহ্নিক বার্ষিকে
খাদ্য খাদকের নিরিখে গতিবিধি নয় ভুতুড়ে
বিধিলিপি কি লিখেছে আয়ুরেখায়
মঙ্গল বুধ বৃহস্পতি গ্রহদোষ নাকি
জনান্তি উঁকি দিয়ে দ্যাখে
ঈশ্বরের স্বর্গবাস মানুষের ইহকাল বাকী

No comments:
Post a Comment