Thursday, September 24, 2020

|| ছক্কা ফর্মের কবিতা ≈ দেবাশিস মুখোপাধ্যায় ||

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
ছক্কা ফর্মের কবিতা
দেবাশিস মুখোপাধ্যায়

পরিচিতি::

কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম ১৪ই জুলাই ১৯৬৯ কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার বাগনানে বাস করেন তার কবি জীবন শিশুকাল থেকে আসানসোল বি. বি . কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে এম . এ পাশ এবং বি এড বেলুড় শিক্ষণ মন্দির, হাওড়া থেকে। ২০০২ পর্যন্ত গৃহশিক্ষকতা এবং চাকরি বাইনান বামনদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক । কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই 1997ক" কবিতার একখন্ড মুখ" এরপর  কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ",এরপর খন বাংলা কবিতার কাগজ প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " ,ত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে " বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং নতুন পাতার গন্ধ " কবি কবিতায় বাঁচতে চান। কৃত্তিবাস , কবিতা ক্যাম্পাস, কৌরব , ভিন্নমুখ, কবিকন্ঠ , এখন বাংলা কবিতার কাগজ, আদম , কবিসম্মেলন , সানন্দা , এইসময় , গুহালিপি ,দমদম জংশন এবং অসংখ্য লিটিল ম্যাগাজিন , দেশ বিদেশের ওয়েবজিনে কবি লিখে চলেছেন।  




তিনটি ছক্কা

১.
সম্মোহন
এই আলোর
দীর্ঘ বারান্দা অবাক
এই জামা তার নয় 
বৃষ্টির গা থেকে খুলবার পর
তার প্রতি কলকবজা যেন গলা সোনা

২.
ছুরি
ঠান্ডা শিরশিরে
নেমে আসছে আপেলে
কাটা হচ্ছে একটি দৃশ্য
রক্তপাতের পর সাদা লাশ
কাঁটা চামচ দিয়ে চালান হয়ে যাচ্ছে

৩.
অপেক্ষা
তাকে ভাঙছে
চিঠি লেখা শেষ 
সে ভেঙে দিচ্ছে কলম
ঢুকে পড়ছে একটি সম্ভাব্য অপমৃত্যু
অথচ কোনো কিছুই অগোছালো নেই এখন


তিনটি ছক্কা(ছয় লাইনের কবিতা) 

১.
ঘাম
টুকে নিচ্ছে গন্ধ
শরীরের আর ভাষা নেই
এই পাথর রাস্তা চলে গেছে
মেঘের সন্তান পাবে
সাধনার সঙ্গমের পর

২.
সেলাই 
খুলে যাচ্ছে একলার
বিষন্ন সাইকেল পেরনোর পর
সাবধান গুছিয়ে নেয় মনের সেপাই
মায়ারাক্ষস মরে গেলে
উল্লাস দেয় সূর্যমুখী

৩.
গুপ্তচর
ঠিক চিনে নেয়
গাছের গা আর রক্তপাত
ছক বুনবার পর কেউ কাঁদে
তাদের ছায়াপথ গোপনে
কলঙ্ক দেখেছিল জোৎস্নার


No comments: