পরিচিতি::
কবি দেবাশিস মুখোপাধ্যায় এর জন্ম ১৪ই জুলাই ১৯৬৯ কুলটিতে এবং বর্তমান তিনি হাওড়ার বাগনানে বাস করেন । তার কবি জীবন শিশুকাল থেকে । আসানসোল বি. বি . কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য নিয়ে এম . এ পাশ এবং বি এড বেলুড় শিক্ষণ মন্দির, হাওড়া থেকে। ২০০২ পর্যন্ত গৃহশিক্ষকতা এবং চাকরি বাইনান বামনদাস উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজির শিক্ষক । কলকাতার ইন্দ্রাণী পত্রিকায় যখন কবিতা প্রকাশ হয় তখন কবি দশম শ্রেণি 1983. এরপর প্রথম কবিতার বই 1997ক" কবিতার একখন্ড মুখ" । এরপর কর্মসূত্রে বাগনানে এবং দ্বিতীয় কবিতার বই "আজকাল পরশুর গল্প ",এরপর এখন বাংলা কবিতার কাগজ প্রকাশ করে " শূন্য কিন্তু শূন্য নয় " ,পত্রলেখা থেকে " ভূমিকা প্রেমের কবিতার " , কবিতা ক্যাম্পাস থেকে " বিষন্ন রেখার পারে " এবং সুতরাং থেকে " ভেনাস বিউটি পার্লার " এবং নতুন পাতার গন্ধ " । কবি কবিতায় বাঁচতে চান। কৃত্তিবাস , কবিতা ক্যাম্পাস, কৌরব , ভিন্নমুখ, কবিকন্ঠ , এখন বাংলা কবিতার কাগজ, আদম , কবিসম্মেলন , সানন্দা , এইসময় , গুহালিপি ,দমদম জংশন এবং অসংখ্য লিটিল ম্যাগাজিন , দেশ বিদেশের ওয়েবজিনে কবি লিখে চলেছেন।

No comments:
Post a Comment