মানিকলাল সিংহ সংখ্যা
শাহরিয়ার রুবাইয়াত
অপ্রকাশ্য
গোপনে লালন করা প্রেম কেমন বিবর্ণ হয়ে যায়
অভ্যস্ত আঙিনায় ফেরা মলিন মেঘের মত।
অনন্তের আগুনে অবিরাম জ্বলছে বাবুইয়ের ঘর
পুড়ে যাচ্ছে অযোগ্য প্রবোধের প্রজনন।
চতুর্দশী রাত্তির; চৌচালি মন্দির
আর অন্তঃকরণে ক্রমাগত তুষানল
মুছে গেছে সব; কিছু আর মনে পড়ে না।
পুরোনো অভ্যাসগুলো ঝড়ের সাথে উড়ে গেছে।
সকালগুলো রোজ আলো দেয়
গোধূলি ডোবে আঁধারে আঙুলের ভাঁজে ভাঁজে।
চোখের রঙে কিছু আলাদা ছিল কি!
মনে পড়ে না আহটের কথা,
নাকের বাঁশি; ঠোটের কাঁপুনি; বুকের খাঁজ
মনে পড়ে না বিমুগ্ধ সঙ্গম!
গোপনে লালন করা প্রেম কেমন বিবর্ণ হয়ে যায়
অভ্যস্ত আঙিনায় ফেরা মলিন মেঘের মত।

No comments:
Post a Comment