মানিকলাল সিংহ সংখ্যা
অভিজিৎ দাসকর্মকার
২০২০ সাল সত্যি ইয়াদগার। এতো ছেড়ে যাওয়া। এতো এতো মন খারাপ। তার মাঝেও আমরা যারা শব্দ যাপনে আছি। ভালো থাকার চেষ্টা করছি। তাই এই বছর এতো বিভিন্ন ধরনের সংখ্যা করে সকলকে নিয়ে মেতে থাকার চেষ্টায় রয়েছি সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন থেকে।
✪ শারদীয় সংখ্যায় প্রচুর লেখা আসে। একসাথে এতো লেখা অনলাইনে প্রকাশ করা যায় না।তাই সুশীল বাবু (হাটুই) বললেন তুমি একটি কাজ করতে পারো।সংখ্যাটি ৪টি অংশে বের করো তাহলে এই কোভিড সময়ে মণ্ডপে কেউ যেতে না পারি যদি অন্তত সাপ্তাহিক ব্ল্যাকহোল নিয়ে কাটানো যাবে। তাই এই অভিন্ন প্রয়াস। চারটি শারদীয় সংখ্যা বিষ্ণুপুরের চার অক্ষয় ব্যক্তিত্বকে উৎসর্গ করলাম। প্রতি বছর যেমন মহালয়ার দিন সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন-এর শারদীয় সংখ্যা প্রকাশিত হয় এবছরও মহালয়ার দিন শারদীয় সংখ্যার প্রথম পর্ব প্রকাশিত হবে ডঃ মানিকলাল সিংহ মহাশয়কে শ্রদ্ধা জানিয়ে।তারপর ২রা অক্টোবর চিত্তরঞ্জন দাশগুপ্ত সংখ্যা। ১৫ই অক্টোবর চারণকবি বৈদ্যনাথ সংখ্যা এবং ২৪শে অক্টোবর মহাষ্টমীর দিন এবছরের শেষ শারদীয় সংখ্যা বিকাশ দাস সংখ্যা প্রকাশিত হবে।
✪ বাংলাদেশ সংখ্যায় প্রচুর সাফল্য সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের ১৯০০ ভিউয়ার্স ৩ দিনে।এই সংখ্যাটি করার সময় অলোক বিশ্বাস দাদাকে বলি এবং পাশে থাকার কথা বলি।উনি নিজের পত্রিকা মনে করেন এই ওয়েবজিনকে।অকপটে পাশে ছিলেন,আছেন এবং ভবিষ্যতেও পাবো।আর একজন বিশ্বজিৎ দাস উনিও পাশে ছিলেন।
✪ "এবার আমরা শুনবো আপনার কথা আপনার কবিতা" ___এ বছর এখনো অবধি যাঁর সাক্ষাৎকার সবথেকে বেশিজন পড়েছেন রথীন বন্দ্যোপাধ্যায় (৫৪৭জন) এবং দেবযানী বসু ( ৩৬৩ জন) প্রচুর বিশিষ্ট জনেরা ফোনে এই কাজ নিয়ে এবং এনাদের সাথে পত্রিকার কথা বার্তা নিয়ে প্রশংসা করেন।
✪ অনিন্দ্য রায় ছক্কা ফর্মে কবিতার কাজ আমাদের পত্রিকাকে অনেকটা আগিয়ে দেয় পাঠকদের কাছে, সাথে অনেক আগ্রহী কবি এগিয়ে আসেন এই ফর্মে কবিতা নিয়ে।বস্তুত ওনার কথায় আমি পত্রিকার তরফ থেকে পোস্ট দিই তাতে ৯ জন কে নিয়ে একটি কাজ করছি আগামী দিনে।তার দিনটি পরবর্তীতে জানাবো পোস্টের মাধ্যমে। ধন্যবাদ অনিন্দ্য দাকে।
✪ ধারাবাহিক নভেলেট "ডারউইনের চিঠি"__অরিজিৎ চক্রবর্তী। প্রতি রবিবার থাকবে একটি করে পর্ব। প্রথম সংখ্যা ৮১৭ জন পড়েছেন।একটি সুন্দর গঠনশৈলীর উপন্যাস, যার মধ্যে ডারউইন তত্ত্ব এবং streem of consciousness flow মিল ও মিশে থাকছে।
✪ এবছর ১৫ই জুন ২০২০, জৈষ্ঠ্য সংক্রান্তি ১৪২৭
সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের তরফ থেকে কবি এবং শিল্পীদের নিয়ে প্রভাত চৌধুরীকে শ্রদ্ধা ও ভালোবাসা জানানোর অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোট ২৫টি ভিডিও ফেসবুকে পোস্ট করা হয় ওইদিন ভোর ৪:১৭ মিনিট থেকে । যাতে ভায়োলিন, ইলেকট্রনিক গিটার, বাঁশি ও নৃত্য পরিবেশনও হয়েছিলো,তার সাথে কয়েকজন কবির মুখে প্রভাত চৌধুরীর কবিতা পাঠ করা হয়।
এই অনলাইন কবিতা পাঠের সিরিজের নাম দেয়া হয়।
জৈষ্ঠ্য সংক্রান্তি ২০২০, অনলাইন প্রভাত চৌধুরী সিরিজ
যাঁরা সঙ্গ দিলেন সরাসরি___
ভায়োলিন বাদক ( happy birthday to you) অনুপম আচার্য্য, বিষ্ণুপুর।
কবি নাসের হোসেন
কবি আলোক মণ্ডল, সম্পাদক কবিকর্ণিকা, বাঁকুড়া
কবি গৌরাঙ্গ মিত্র
কবি সুশীল হাটুই
কবি রাজশ্রী গুহ ব্যানার্জি
কবি বিভাবসু
ইলেকট্রনিক গিটারে (হে নতুন...) রবীন্দ্রসুর, সুধাময় আঢ্য।বিষ্ণুপুর, জুয়েলারি দোকানের কারিগর।
কবি শীলা বিশ্বাস, সম্পাদক এবং সইকথা ব্লগজিন।
কবি সুব্রত পণ্ডিত
কবি আলিমন নেছা মনি, বাংলাদেশ।
কবি পার্বতী রায়।
কবি চন্দ্রদীপা সেন শর্ম্মা।
কবি প্রত্যূষ কর্মকার।
কবি ভজন দত্ত, বাঁকুড়া।
বাঁশিতে কবি গৌরীশঙ্কর সিনহা, রবীন্দ্রসুর, বাঁকুড়া।
কবি মন্দিরা ঘোষে।
কবি কার্তিক ঢক্।
কবি রীতা মিত্র।
কবি শ্যামশ্রী রায়,কর্মকার, সম্পাদক সাহিত্য এখন ওয়েবজিন।
কবি অভিজিৎ পালচৌধুরী।
কবি পৃথা চট্টোপাধ্যায়।
আবৃত্তি কবি বাচিক শিল্পী এবং নাট্যকর্মী শ্রাবন্তী বটব্যাল, বাঁকুড়া।
প্রভাত চৌধুরীর কবিতা পাঠের সাথে নৃত্য পরিবেশন করেন দেবোপমা সেনশর্ম্মা, কবিতা পাঠ চন্দ্রদীপা সেনশর্ম্মা।
এবং অনুষ্ঠান শেষ করা হয় সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের সম্পাদক অভিজিৎ দাসকর্মকারের কিছুকথা এবং প্রভাত চৌধুরীর কবিতা পাঠের মাধ্যমে। অভিজিৎ দাসকর্মকার প্রভাত চৌধুরীকে ১টি সরলবর্গীয় এবং চিরহরিৎ বৃক্ষ বলে সম্বোধন করেছেন এবং নিজের মতো করে এই অনুষ্ঠানের মধ্যদিয়ে প্রভাত চৌধুরীকে শ্রদ্ধা জানিয়েছেন।
প্রতিটি ভিডিও-র ভিউয়ার্স গড়ে ৪৫০ এরও বেশি। সকলকে পাশে থাকার এবং অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ।
সকলে পড়ুন। মতামত দিন।
⊕ ⊕ পাঠ প্রতিক্রিয়া দিন,আপনার পাঠ প্রতিক্রিয়া ঠিক পরের সংখ্যায় লিপিবদ্ধ হবে।
সঙ্গে থাকুন। পড়তে থাকুন।

No comments:
Post a Comment