মানিকলাল সিংহ সংখ্যা
মুরারি সিংহ
চরিত্রহীন
ঘাস-ফড়িংয়ের প্ররোচনায় একদিন ভুল-ইস্কুলে পড়াশোনা করেছিলাম
মরমি আপেলের গায়ে জখম চিহ্ন দেখে জেনেছিলাম
শুধু ফরাসি-বিপ্লব নয় আইভি-লতা বিষয়ক
যে কোনো সু-সংবাদের সঙ্গেই আমার একটা ঘনিষ্ট সম্পর্ক আছে
তারপর তীব্র জলের চারপাশে ঝুলে থাকা নিষেধাজ্ঞাগুলোকে
পোষ মানানোর জন্যে
পুঁটিবিবির থানে তিনটি মুরগি বলি দিয়েছি
আপাতত চিঁহি-চিঁহি নিশিডাককেই উচ্ছন্ন-সমুদ্র বানিয়ে
দুই-হাঁটুর চরিত্রহীনতায়
কী মশগুল কী মশগুল
আছি রসেবশে আছি কিচেনে-বেডরুমে
রুফটপে-শপিংমলে আছি
আছি আছি মোমো-চিলিচিকেনে
তার সঙ্গে তুলো-তুলো ফুলো-ফুলো শ্রাবণে কী ঝালনুনে
আছি ছোটো বড়ো মাঝারি অথবা পুচকে হয়ে
ছড়ানো ছেটানো সংসারে
পল্লির পথে লাল ওড়নার সঙ্গে হোলি খেলি
শরতে ঝরে পড়ে শিউলি আর বসন্তে সজনে
অরগ্যানিক তাঁবুর গায়ে কান পেতে শুনি
পড়শিরা বলাবলি করছে
ছাদনাতলার কান্নাই হল পোয়াতি হবার প্রথম ধাপ

No comments:
Post a Comment