Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ সুধাংশুরঞ্জন সাহা ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সুধাংশুরঞ্জন সাহা
 

পাণ্ডুলিপি সাজাও প্রিয় শহর

পাণ্ডুলিপি সাজাও প্রিয় শহর ।
হাওড়া ব্রিজ গঙায় ঝাঁপ দাও ।
হুগলি সেতু আকাশে ডানা মেলো ।
আমি দ্রুত ফিরে আসছি আবার।

জলতরঙ্গে বেজে ওঠো প্রিয় নূপুর ।
অন্তরে বাজো বাউলের মরমী সুর ।
দুকুল ভাসিয়ে হাবুডুবু খাও নদী ।
ঘুড়ির মুদ্রায় ওড়ো অমল বাতাস ।

জোনাকি আলোয় নাচো চাঁদ ।
খুশির ফোয়ারায় হাসো অরণ্য ।
উপচে পড়া আলোয় জাগো পাখি ।
ডানায় মেখে নাও ভোরের রঙ ।

তিস্তাপাড়ের বৃত্তান্ত শোনাও কলেজস্ট্রিট ।
আস্তিনে জমিয়ে রাখো চিলেকোঠার সেপাই ।
অয়েদিপাউস নিয়ে এসো একাডেমী ।
সন্যাসী রাজাকে ডাকো টালিগঞ্জ ।

ফের যুক্তি তক্কো গপ্পে মাতো কলকাতা ।
নিরাপত্তা শিকেয় তুলে হেসে ওঠো মোহরকুঞ্জ ।
আবার কবিতা পড়ো বনলতা সেন ।
পড়ো, এই মৃত্যু উপত্যকা আমার দেশ না ।


No comments: