Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ শুভ্রনীল চক্রবর্তী ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
শুভ্রনীল চক্রবর্তী

অসমাপ্ত অদেখারা 

জ্ঞানের পৃথ্বী পুড়িয়ে যতটা শূন্যতা আহরণ করা যায় ,
বালুচরে পরে একরাশ চাপা ক্ষিদে 
             দিগন্তের পলেস্তরা খসে পড়ছে 
যদ্দুর দেখা যায় আমার জানলা বেয়ে ____
        চপোলীর বন , 
              মরা জংলা ঘেরা পুরনো প্রস্তর যুগ ------
                  আমার দেখা আর না দেখার মধ্যে এক পৃথিবী ব্যবধান 
দেখা আর জানার একরাশ চাপা ক্ষিদে, 
কিন্তু যদ্দুর জানতে পারি আমার চৌকো পৃথিবী দিয়ে ( [  ] )
শব্দেরা যুদ্ধ করে শেকড়ের সন্ধানে 
দ্রাঘিমা জুড়ে সদ্যজাতর মুকাভিনয়,
কিন্তু কিছু দেখতে পাইনা
আমার দেখা আর না দেখার মধ্যে এক বিস্তর ফারাক,
যতটা ফারাক হয় কলঙ্কিনীর আত্মমেহনে ।।



No comments: