মানিকলাল সিংহ সংখ্যা
হারাধন চৌধুরী
অসংখ্য অতৃপ্ত আত্মা ভিড় করে আছে
ঘুম ভেঙে গেলে তোমার মন খারাপ
হয়ে যায় খুব
ভীষণ ব্যস্ত হয়ে পড়তে হয় তোমাকে
নিজেকে সাজাতে
সেই নরকে যেতেই হবে—মরো, বাঁচো
বেশ সেজেগুজে
অসংখ্য অতৃপ্ত আত্মা ভিড় করে আছে
ফোঁটা ফোঁটা ঘামে
তাদের তেষ্টা মেটাবে তুমি, হাসি মুখে
কাঁকড়ার খোলাটা
কেড়ে নেবে এমনটা পিশাচ নয় তারা
বয়ে নিয়ে যাও
তুমি সেটা নদীর নীচে নিপুণ হাতে
শাঁস জমানোর
ম্যাজিক তোমার জানা, জানে কালো ছায়া
ছায়াদের আয়ু
শূন্য খোলার চেয়ে দীর্ঘ কি? তা জানো না
ঘুমের দেশের
ওয়েব সার্চ ইঞ্জিনেও পাও না উত্তর
ঘুম ভেঙে গেলে তোমার মন খারাপ
হয়ে যায় খুব
ভীষণ ব্যস্ত হয়ে পড়তে হয় তোমাকে
নিজেকে সাজাতে
সেই নরকে যেতেই হবে—মরো, বাঁচো
বেশ সেজেগুজে
অসংখ্য অতৃপ্ত আত্মা ভিড় করে আছে
ফোঁটা ফোঁটা ঘামে
তাদের তেষ্টা মেটাবে তুমি, হাসি মুখে
কাঁকড়ার খোলাটা
কেড়ে নেবে এমনটা পিশাচ নয় তারা
বয়ে নিয়ে যাও
তুমি সেটা নদীর নীচে নিপুণ হাতে
শাঁস জমানোর
ম্যাজিক তোমার জানা, জানে কালো ছায়া
ছায়াদের আয়ু
শূন্য খোলার চেয়ে দীর্ঘ কি? তা জানো না
ঘুমের দেশের
ওয়েব সার্চ ইঞ্জিনেও পাও না উত্তর

No comments:
Post a Comment