ছক্কা ফর্মের কবিতা
অভিজিৎ দাসকর্মকার
সম্পাদকীয় নয় কিন্তু___
যদিও একটা কবিতার ফর্ম আর তত্ত্বের তফাৎ, ফর্ম কবিতাকে একটি নির্দিষ্ট আকারে সীমাবদ্ধ করে আর তত্ত্ব সকল ধরনের যৌক্তিক সাহিত্যের কাজকে উদারতা দেখায় দুই মলাটের মধ্যে ।
15th August, 2020 অনিন্দ্য রায়ের লেখা ছক্কা ফর্মের কবিতা বিশেষ সংখ্যা করে প্রকাশিত হয় সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিনের তরফ থেকে। ১দিনে এই সংখ্যার ভিউয়ার ৩৭৯ জন এবং ১০ দিনে ১৭৫৬ জন ভিউয়ার । সংখ্যাটি প্রকাশিত হওয়ার ৬দিন পর অনিন্দ্য দা আর আমি একসাথে আলোচনা করি এবং ছক্কা ফর্মের কবিতার ১টি বিশেষ সংখ্যা করার ইচ্ছে নিয়ে ফেসবুকে পোস্ট দিই তাতে অনেক লেখাই আসে।
তাদের মধ্যে ১২ জন কবি নিয়ে এই সংখ্যা প্রকাশ করলাম আজ। সকলে পড়ুন। মতামত দিন।আগামীদিনে যেনো এই ধরনের আরো নতুন কাজ নিয়ে আসতে পারি, তাই পাশে থাকুন

No comments:
Post a Comment