Thursday, September 17, 2020

≈ মানিকলাল সিংহ সংখ্যা ≈ হামিদুল ইসলাম ≈

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
হামিদুল ইসলাম


শিশু বৃক্ষ

ফুলকলি গাঁথা 
শিশুদের আকাশ 
মুখরিত সারাদিন অনন‍্য বিশ্বস্ততার কবিতাগুলো   ।।

ফিরে আসি নিজের আস্তনায় 
কবিতার পাতাগুলো উল্টাই
সব পুরোনো লেখালেখি, এখন সব অচল পয়সা   ।।

ছুড়ে ফেলি পয়সা 
বিবর্ণ কবিতার ইতিহাস 
বেলুনের মধ‍্যে মানুষ এখন চালান দিচ্ছেন নিত‍্য নতুন ই বুক    ।।

সব বেলুন ছুড়ে দিই আকাশে 
ফিরে আসে বেলুন আমাদের হাতে হাতে 
বাচ্চা বাচ্চা মেঘগুলো ভেসে বেড়ায় হালকা বাতাস   ।।

শৈশবের দিনগুলো ফিরে আসে 
যেনো ভূঁইফোঁড় ইতিকথা 
পুতুল নাচের দোহারী জীবনে ভ্রূণের জন্ম এখন   ।।

ভ্রূণগুলো ধীরে ধীরে শিশুবৃক্ষ হয়ে দাঁড়িয়ে থাকে  ।।




No comments: