মানিকলাল সিংহ সংখ্যা
মনজুর রহমান
এখন চাইলেই আর কোন প্রশ্নাতীত সৌন্দর্যে - পারিনা রাঙিয়ে নিতে-অস্তদিনের নিঃসহায় বিষাদ
চিরায়ত ভোরে সভ্যতার ফসিল পাঠে
বিবর্ণ সূর্যতাপস অথবা
ঘাসফড়িং এর বিশদ হলুদ শুষে নিয়ে বলতে পারিনা--
এই নাও, তোমাকে দিলাম মাটিমগ্ন মুগ্ধশিশির, জোনাক আঁধার--
আর তারাদের সমান বয়সী প্রেম!
প্রগতির রঙ নিভে গেলে,
তুমি এই নিয়ে বেঁচে থেকো;
বেঁচে থেকে বুড়ো পৃথিবী!

No comments:
Post a Comment