মানিকলাল সিংহ সংখ্যা
রাকা
হলুদফুল
হিমালয়ের অন্দরে
বন্ধুর পথে বন্ধু তুমি
দুহাত দিয়ে জড়িয়ে ধরি তোমায়
আমার ধুকপুক শূণ্যতা স্পর্শ করে তোমায়
কেঁপে ওঠে দীর্ঘ শাখা প্রশাখা।
জংলি পথে
বড় কৃপণ আলোর পরিমিতিবোধ।
দলবদ্ধ হয়ে থাকে
ছায়াপাতা পথ
পাহাড়ি পথের বর্ষা
সুগন্ধীত সরগম ।
বন্ধ কাঁচের জানলার ওপাশে
স্বল্প পরিসরে
শহুরে , অহংকারী বৃষ্টি
হঠাৎই বিস্মিত
জংলি পথ বেয়ে ধেয়ে আসা
হিমালয়ের বর্ষামঙ্গলে ।।
চর্তুদিকব্যপী হিমহিম হাওয়া
তৃপ্তি আনে
ভালোবাসা প্রেম বিরহের
সুন্দর মুহূর্তকাল ...
ঘাসে ঘাসে ফুটে ওঠে হলুদফুল হয়ে ।।

No comments:
Post a Comment