মানিকলাল সিংহ সংখ্যা
কামরুল বাহার আরিফ
জলমায়া ঢেউ
আলোজয়ী জলজীবনের গল্পের প্রতিবিম্বে
শান্তির অপরিমেয় শক্তির প্রতিভাসে
আমরা যুগলবন্দি হাতের শিহরণে
রূপকথার চাদরে চড়ে বসলাম।
আমাদের সামনে আবীরসন্ধ্যার আকাশ
আকাশের রঙে জলমায়ার বিস্তৃতি
আমাদের পিছনের বিবর্ণক্লেদ নাই
চলেছি রূপকথার অলীক সাম্পানে।
জলের অসীম ক্যানভাসের প্রতিবিম্বে
আমাদের সুখস্মৃতিরা প্রদর্শিত হচ্ছে
একটা একটা করে প্রতিদৃশ্যে
বদলে নিচ্ছে জলজীবনের আবহসুর।
ক্রমেই আমাদের শরীরের তন্ত্রী
সেতারতানে ঝংকৃত হতে লাগলো
বুকের গভীরে বাজলো মৃদঙ্গ
মাতাল হলো জলের সাম্পান।
আলোজয়ী জলজীবনে ঝড় উঠলো
জলমায়ার বিস্তৃিতে ঢেউ জাগলো
মোমের তাবুর গলিত স্রোতে
ভস্ম হলো মিথুন মিনার।
জলের প্রতিবিম্বে সে দৃশ্য
ধারিত হলো চলমান ক্যামেরায়
এখন আকাশের ক্যানভাস জুড়ে
দৃশ্যায়ন হচ্ছে জলমায়ার ঢেউ।

No comments:
Post a Comment