|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মানিকলাল সিংহ সংখ্যা
সুব্রত পণ্ডিতের কলমে মানিকলাল সিংহ :

রাঢ় বাংলার সমাজ সংস্কৃতি গবেষণার বিস্ময়কর প্রতিভা ড: মানিকলাল সিংহ। মানুক বাবুর সমাজ বীক্ষণে উঠে এসেছে পুরাতত্ত্ব, প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব, ভাষাতত্ত্ব, লোকধর্ম ও সংস্কৃতি। আজীবন অনুসন্ধান করেছেন রাঢ়বঙ্গের নদী ও অরণ্য সভ্যতা।আবিষ্কার করেছেন তাম্রস্বীয় যুগের সভ্যতার নিদর্শন "ডিহর"- প্রত্নখনি,প্রাণপাত পরিশ্রম করে গড়ে তুলেছেন 'আচার্য যোগেশচন্দ্র সংগ্রহশালা'। সৃজনশীল সাহিত্য চর্চা সীমিত হলেও পেয়েছেন রবীন্দ্রনাথের আশীর্বাদ। তাঁর রচনা সম্ভারের মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ — দীপশিখা (১৯৩৯), অনাবশ্যক (১৯৪৭),নাটক— হ্যামার (১৯৪৮), উপন্যাস— শালফুল (১৯৫১) এবং পদাঙ্ক ও পদধ্বনি নামে ২টি কাব্যগ্রন্থ অপ্রকাশিত অবস্থায় রয়ে গেছে। লোক-সংস্কৃতি বিষয়ক গ্রন্থগুলির মধ্যে রয়েছে —কাঁসাই সভ্যতা (১৯৫৪), পশ্চিম রাঢ় তথা বাঁকুড়া সংস্কৃতি (১৯৭৭), রাঢ়ের মন্ত্রযান (১৯৭৭), রাঢ়ের জাতি ও কৃষ্টি (১ম ও ২য় খণ্ড ১৯৮২, ৩য় খণ্ড ১৯৮৩), সুবর্ণরেখা হইতে ময়ূরাক্ষী (১ম-৬ষ্ঠ খণ্ড ১৯৮৮-১৯৯৩) ইত্যাদি।গবেষণার স্বীকৃতি স্বরূপ পেয়েছেন ভারতীয় ভাষা পরিষদ কর্তৃক 'রামকুমার ভুয়ালকা ' সম্মান। এ হেন সারস্বত সাধনায় নিমগ্ন মানুষটির মূল্যায়নের দায়বদ্ধতা আমাদের।
No comments:
Post a Comment