Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | নীহার লিখন |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












নীহার লিখন
বন্ধু 

মরা মাছের চোখের মতো জীবনে আমার একবার মনে হয়েছিলো একটা বন্ধু থাকা দরকার,যার ঠিকানা শুধু দৈর্ঘ্যের পথ,যেভাবে হুট করে শীত চলে যায়,গায়ে রেখে পশমি কাপড়;একদিন সে'ও চলে যাবে ,বিমূর্ত অক্ষরে লিখে রেখে 'অপেক্ষায় থাকো' 

তারপর আমি ভুলে যাবো তার মুখ বহু বছর পড়ে, অস্ফুটে পৃথিবীতে আরেকবার শীতকাল  ফিরে গেলে, সে'ও ফিরে যাবে গ্রীষ্মের মিলানো পেটে, তাঁর কোনো খবরই জানবো না আর,নিতান্ত যেটুকু স্মৃতি হলে একটা মানুষ এলিজির মতো কিছু লিখতে পারে,সেটুকুও না 



শরম 

জং খুলে দেখি লোহা নেই, মরে গ্যাছে, সংক্রান্তির দিনে বেহুই গোটার মতো তুলে আনি জংলার বৈভব-গীতি, শক্ত দেয়ালে প্রলেপের সামান্য স্থিতি, নিদেনপক্ষের এক ধুমায়িত জীবনে আমার; চুমু আর খয়েরী শালিক, উড়ে যেতে যেতে ধুলার মতোন ফেলে দেয় সব মূর্ত প্রণতি, নিখুঁত নিখোঁজ হয়েও থাকে যেনো প্রণালির দাগ ও নীতি  

জল যায়, জল আসে, নদী তো না যায়; এমনই একটা সংসার আঁকড়ে ধরে আমি কোথায় থামবো একদায়, ভাবনার হরিণ, মস্তকে শিং নিয়ে চাটবো ঘাসের নরোম, ত্বকে ছত্রাক উপনিবেশের মতো রয়ে যাবেই জানি সেরকম, দাহকালে যেভাবে খিচিয়ে উঠে কিছু কিছু লাশ,সেটাও একটা কোনো অজ্ঞাতবাস, রাজার বাড়ির সামনে যেভাবে একসময় আমরা খালি পেয়েই যেতাম, বললেও শব্দ হতো না কোনো তেমন টু'য়ের; যেন আমরা আজীবনই খুব নতুন বউটি দুনিয়ায়, ঘোমটার নীচে ঘেমে যাচ্ছে মুখ; হামুখটা  ছড়াতে নেই ততোটা গরাসের কালে,তাতে বেজায় শরম 

2 comments:

Real Abdullah said...

অসাধারণ

Unknown said...

নিহার ভাই♥