|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
মনজুর কাদের
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি
মনজুর কাদের
অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি
০১.
তুমিও এখন পাল্টে ফেলো পোশাকের ধরণ- নির্দিষ্ট কোনো পোশাক অথবা পোশাকের চরিত্রে নিজেকে আটকাতে পারো না সহজে- তাই আদর্শের ধারাপাত পাঠে আশৈশব যে মন কেটেছে সবুজ অরণ্যে- পথের বাঁকেই হারিয়েছো পথের অতীত
পাপ ও পুণ্যের প্রতিটি প্রহর জড়ানো মোহের ঘ্রাণে স্নিগ্ধ হয় নিজস্ব ধ্বনির মায়া- তথাপি আমরা বহুবাচনের উৎসবে প্রেরণার উষ্ণতায় দীপ্তি খুঁজি- পথের মায়ায় কিংবা নৈঃশব্দ্যের রেখায়- অথচ সমগ্র রেখা জুড়ে আলোর রেখায় লুকায়িত অন্ধকারে নিরন্তর পোড়াদহের উত্তাপে তুমিও পীড়িত হয়ে কাঁদো- পোশাকের আড়ালে
প্রত্যয়ের সমস্ত প্রত্যাশা দুঃখের পাজরে খেলা করে- ব্যর্থতার অবয়বে একাধিক অন্ধত্বও জড়ো হয়- কিন্তু অবলীলায় পাল্টানো পোশাকের রুদ্রে হাঁটো দীর্ঘতর ছায়ার সঙ্গমে
০২.
পথের ক্লান্তিকে মুঠো ভরে হেঁটে এসেছো এতোটা পথ- প্রতারিত অশ্রুর দহনে সজল ব্যথিত হও অতিক্রান্ত পথের প্রতারণায়- দৃষ্টির ভেতর জমা থাকে দৃশ্য- দৃশ্যের বাস্তবতায় বেঁচে থাকা কেবল রহস্যময়- আর তাই প্রতারণার নিস্তব্ধতায় কাঁদো পরাভব মেনে- অভিযোগহীন বিষাদের প্রাণে
রহস্যের সকল সারাংশ আমরা রচনা করি- আলোর উত্তাপে, অনন্ত আশ্রয়ে- তবুও আমরা নিরাশ্রয়ী হতে থাকি পাহাড়ের চূড়ায়- নির্বাক অন্ধকারে লুকানো মুখ ও অপরূপ মুখোশের পার্থক্য বুঝি না- আর তাই মিথ্যাচারের সমস্ত গ্লানির অস্থিরতায় নিঃস্ব হই
বিবর্ণ বিশ্বাসে প্রতিভার তারুণ্যেও ধূলিকণা জমে- মোহের মায়ায়- জয়ের উল্লাস মানে তখনো রাতের প্রণয়, সকল সম্ভাবনার অন্ধ আবেগে আয়ুর আত্মক্ষয়- অথচ দুরন্ত বাতাস জানে-
চাটুকারিতার আড়ালে লুকিয়ে থাকা পতনের অমোঘ কাহিনি।

No comments:
Post a Comment