|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
জ্যোতি পোদ্দার
জ্যোতি পোদ্দার
শিরোনামহীন দুটি কবিতা
১
কী আচানক! কী আচানক!
আমাদের ডানাগুলো লাল সবুজ খয়েরি।
আমাদের ডানাগুলো ঘাস আর হাসি দিয়ে
সেলাই করা পতাকা।
আমাদের ডানাগুলো অনর্গল হাসছে আর হাসছে
আর হাসতে হাসতে উলম্ব রেখার শরীরে
আছড়ে পরছে চিনিগুড়া চালের মতো কথার কথকতা।
হেই হেই হাঁস ও হাসি আজ আমাদের স্বাধীনতা দিবস
আমাদের সকল রোদ ও রোদের ভেতর কাজ করা
মিহিদানা আলোর ঝালর তুলে দেবো প্রজাপতির
কম্পিত ডানায়
হেই হেই হাঁস ও হাসি
তোমরাই মূলত আমাদের ডানা
লাল সবুজ খয়েরি ডানা।
২
জানো তো ডানা ছাড়া আমি হাটতে পারি না।
পুচ্ছ দিয়ে আকাশের পথে হাটতে হাটতে
তোমার বাড়ির রাস্তা চিনি
হোল্ডিং নম্বার খুঁজে খু্ঁজে বুঝি এবার নামার সময় হলো
এ তোমার উঠান
প্রত্যেক হাটুরের যে একজোড়া ডানা থাকে সেটি সকলের জানা
থাকলেও ভাসুরের নাম মুখে আনতে নেইয়ের মতো বলে না।
ডানা ছাড়া আমার পা মাতালের পায়ের মতো এলোমেলো।
পা ছাড়া ডানা আমার মুচড়ে দেয়া ডানার মতো
ওড়ওড়ি করি তবু উড়ি না।
হাটি তবু কোন কলিং বেল খুঁজে পাই না।
পাখিমানব জন্ম আমার উড়তে উড়তে হাঁটি
আর হাঁটতে হাঁটতে উড়ি।

No comments:
Post a Comment