Wednesday, August 12, 2020

| অণুুগল্প | সুনন্দ মন্ডল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||












সুনন্দ মন্ডল
প্রতিহিংসা


অফিসের মেনগেট খোলা ছিল সেদিন। দারোয়ান থাকলেও ঘুমিয়ে গেছিল, তাই দয়ানন্দ বাবু হন্তদন্ত হয়ে সোজা ম্যানেজারের ঘরে। কাউকে কোনো কথা না বলে, অফিসের অন্যান্য স্টাফদের দিকে না তাকিয়ে প্রশ্ন ছুঁড়ে দিলেন তীক্ষ্ণ বাণের মতোই। ম্যানেজার বাবু কোনো প্রশ্নের উত্তর দিলেন না। নিজের কাজের ব্যস্ততায় সবকিছু অগ্রাহ্য করে গেলেন তিনি। দয়ানন্দ বাবু সেদিনের মতো ফিরে গেলেন। 
      ‎কিছুদিন পর গ্রেপ্তার হলেন দয়ানন্দ বাবু। মেয়ে পাচারের অভিযোগে ধরিয়ে দেন ম্যানেজার। পুলিশ নানা তল্লাশি চালিয়ে সত্যতা প্রমাণের চেষ্টায় লেগে পড়ল। দয়ানন্দ বাবু অনেক টাকা খাইয়ে সব তথ্য পাল্টে দিলেন। জামিনে ছাড়া পেলেন তিনি। 
      ‎ম্যানেজার তখনও শান্ত নন। তিনি কেশটা নিয়ে আরও এগোতে চাইলেন। তাতে পুলিশ সঙ্গ দিল। দয়ানন্দ বাবু থানায় অবশ্য হাজিরা দিতে যান প্রতিদিন নিয়ম মেনে। কিন্তু আরও তথ্য জোগাড়ের পর কেশটা চলে গেল ম্যানেজারের দিকে। দয়ানন্দ বাবু প্রতিহিংসা পরায়ন হয়ে ফাঁসিয়ে দিলেন নারী পাচার চক্রের মূল পান্ডাকে।

No comments: