Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | মৃধা আলাউদ্দিন |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












মৃধা আলাউদ্দিন
আমাদের সময়

এখন আমাদের এখানে যেসব ভোর বা সন্ধ্যা হয় তা যেনো ছেঁড়া কাগজের টুকরো
অথবা নরম টিস্যুর মতো ছুড়ে ফেলি রাস্তায়, দূরে; বাড়ির পাশে, ভাগাড়েে
এবঙ একসাথে আমরা কিছু সময়কে ফাড়ছি-ছিঁড়ছি টুকরো টুকরো করে।
নিত্যদ্রব্যের আস্ফালনে আমরা আর পারছি না। আমাদের পিতা ও পিতামহের প্রাণ ওষ্ঠাগত
আবার কি আমাদের এখানে মায়েরা বাসনিত হবে?
এটা আমাদের সময়, মাছ ধরার জাল আর গায়ে জড়াতে পারে না মানুষ।
যদিঅ, এখন আমাদের সামনে থেকে সরে গ্যাছে বর্ষার উদ্ভ্রান্ত মৌ মৌ ঘ্রাণ-
                                                 শ্রুাবণ মেঘের দিন
তবুও বর্ষাকাল বলে একটা কিছু কদম ফুলের মতো সৌরভ ছড়িয়ে দিক আমাদের চারপাশে
বিরান বাগানের এখানে-ওখানে, দুপুরে; সন্ধ্যায়-

কিন্তু না, আমরা কেবোলি শাঁই শাঁই করে বেড়ে ওঠা জলন্ত উত্তাপে পুড়ছি।
গলে যাচ্ছে আমাদের হাত-মুখ-
গ্রীবার সমস্ত সৌন্দর্য। আমাদের কোনো ঈদ নেই।
আমরা একটা সময়কে ছিঁড়ছি-ফাড়ছি কাগজের টুকরোর মতো।

আমাদের এখানে এখন জৈ্যষ্ঠ। গ্রীষ্মের কাল।

No comments: