|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
আফলাতুন নাহার শিলু
আফলাতুন নাহার শিলু
কোন এক মেয়েকে
মেয়েটি তার প্রিয় ছিল, আপন ছিল
প্লাবিত জোয়ারে ঝড় তুলে
সোনালি চোখের অগ্নিশিখায়
নিয়তির নভতলে মগ্ন ছিল।
বরফ বৃষ্টি, তুষারপাত
শিশির-ভেজা চুল তার
মাথার রুমাল থেকে পানি নেমে
চোখের পলক, শ্বাসপ্রশ্বাস ভিজে গেল।।
নারী-প্রতিমা, মোমের বাতি
ফোঁটা ফোঁটা অশ্রুরাশি
আকাশ ভরা জীবন্ত তারা
আঁধারে সব ঝরে গেল।।।
আলোর পানে ছুটছে কীট
জানালার পাশে ঝিঁঝিঁ পোকা
ক্যাকটাস আর কাঁটাগাছের ভীড়ে
মেয়েটি স্বপ্নদর্শী হয়েছিল।।
কাজ নিয়ে, তৃষ্ণা নিয়ে,
জল-জমে যাওয়া দ্বীপ নিয়ে
ভেঙে ভেঙে পড়তে থাকা পাহাড় নিয়ে
ধুলোর ভিতর নগ্ন পায়ে হাঁটছিল।।
মেয়েটি তার প্রিয় ছিল, আপন ছিল।
রসনাবিলাস
মাশরুমের সঙ্গে মাখো মাখো প্রেম
মেকওভারের সামান্য ম্যাজিক টাচ্
চিজের মহিমায় সামান্য রান্না এখন শো-স্টপার
এভোকাডোর প্রলেপে পাউরুটির সুঠাম চিজ-টোষ্ট
সহ-অভিনেতার মণ্চে আগমন
পেশাদারি মুনশিয়ানা চেহারা
ক্যালরি ভুলে কবজি ডুবিয়ে ভূড়িভোজন
চিন্তা কী?
রেসিপির জন্য আমরা ত আছিই!
লো থেকে মিডিয়াম
রান্নায় তাপমাত্রার সেটিং
বাতাসে হিমেল হাওয়া বইছে
ভেসে আসা কেক-কুকিজের সুঘ্রাণে মগ্নতা
কেক-বিলাসে শামিল হয়ে পিছনের সারিতে ভালবাসার ধোঁয়া
মিক্সড হার্বস আর চিলি ফ্লেক্স ছড়িয়ে
চারগ্রিলড্ চিকেনের স্বাদ নেওয়া
সন্ধ্যের আসরে পাকোড়া, শ্রিম্প ককটেল
গরম, প্যাঁচপ্যাচে আবহাওয়া নিয়ে নালিশের দিন শেষ
মন ভালো করা রেসিপি ফিশ অসো বুকো নিয়ে রসনাবিলাস।।

1 comment:
অভিনন্দন ❤❤
Post a Comment