Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | বঙ্গ রাখাল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












বঙ্গ রাখাল
ব্যাঙজীবন
ব্যাঙজীবনে আমার বড় অসুখ-

বৃষ্টি নামলেই হাতড়ে মরি পুরাতন স্মৃতি
ভয়ঙ্কর সুন্দর দিন ছিল সেদিন
ব্যাঙ ডাকা পুকুর
  বৃষ্টিভেজা মাঠ।

সামান্যজ্বরেই মা উদাস-
প্রলাপ বিলাসী ছিলাম একটু
বাবা বারবার মাকে দেখিয়ে বলতেন
পাগলের কাজ দেখ-
ব্যাঙকে এভাবে জড়িয়ে কেউ চুমো দেয়...

দাদার পিরান

আধখানা মানুষ ল্যাপ্টে আছে
তোমাকে ছুঁয়ে হারিয়ে যাওয়া শরীর
জীবন যেখানে মৃত্যুর পথ চেয়ে
দেখে যায় প্রভুর বুড়ো হওয়া- হাড়ের ফসিল।

তোমাকে দেখে পাথুরে কুকুর-মুখ টিপে হাসে
কাঁকড়ানাসের অনুবীক্ষণ চোখ-দেয়াল লেখে
গলাবাজী মায়ের আষাঢ়ে ষাঁড়।

আমি এক ফিল্মমেকার-মানুষের সততা নিয়ে খেলি
বানায় সস্তা অবিশ্বাস্য রংমোড়ানো-নীল দাদার পিরান।

No comments: