Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | আল-আমীন আপেল |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












আল-আমীন আপেল
কবিতারা যেমন

মহাকাল আমায় একদিন জিজ্ঞেস করলো-
আচ্ছা, কবি..কবিতা ঠিক কেমন?

আমি খানিক ভেবে ঠোঁটের জোড়া 
আলগা করলাম। বললাম: 
কবিতা সে তো আমার মায়ের মতন;
কষ্ট-দুঃখ যে বুকে মাখে, করে যতন!

মুচকি হেসে মহাকাল বললো-
বাহ! দারুণ বললি বাছাধন। 

আরেকদিন প্রিয়তমা আমায় জিজ্ঞেস 
করলো- আচ্ছা, কবি..কবিতা ঠিক কেমন?

আমি খানিক পেছনে ফিরে হাসলাম।
সামলে নিয়ে বললাম: 
কবিতা তোমার মতন রহস্যময়ী নারী।

কাল্পনিক বালিশে হাসি চেপে সে বললো:
'রহস্যময়' ভাবটা কবিতার সৌন্দর্য- বুঝলে কবি!


পূর্ণতার দিন

তোমার চোখের 
অগভীর নীলে
ভেসেছে সমস্ত রাত্রি-দিন।
রঙচটা যত 
দুপুর ছিল,
আজ হয়েছে ভীষণ রঙিন!

শুকনো পাতার শহরে 
ছিল যত শূন্যতা-
এক বসন্ত-বিকেল খেলছে 
ছুঁয়ে কৃষ্ণচূড়ার লতা!

দুঃখের কালপ্রিট 
পালিয়ে গেছে;
সুখের সাগর 
টলমল আজ-
হরেক সুখী-মাছে!

No comments: