কবি প্রকাশ ঘোষাল, আসানসোল বাসী, ৯০ দশকের কবি। কবির আত্মপ্রকাশ মিহির আচার্য্যের "লেখক সমাবেশ"___ এপার বাংলা ওপার বাংলা -র পত্রিকার হাত ধরে। কবির ১টি কাব্যগ্রন্থ আছে " জন্মদিনের মতো বৃষ্টি " —— কবিকণ্ঠ প্রকাশনী থেকে ২০০২ সালে প্রকাশিত। কবির কবিতা এইসময়কার আঙ্গিকে, কবিতার গঠন ও বাচনভঙ্গিতে।
আসুন পড়ি___
প্রকাশ ঘোষাল-এর কবিতা
১.
হাড়
রোজ সকালবেলায় শৃঙ্খলা রোদ এসে
বাচ্চাদের অরণ্য পার করে দেয়
বিষন্ন অর্কিড কোলে একা একা বসে থাকে ব্যালকনি
সমুদ্রে ভেসে যায় চাঁদের ক্ষয়াটে হাড়
২.
বিষ্ময়চিহ্ন
ঘুমন্ত জ্বরের কোন স্ক্রিনশট নেই
গতজন্মের দেহ থেকে ছিটকে পড়ছে সাবালক অক্ষর।
বিষ্ময়চিহ্নের ভেতর মাঝেমাঝে পাশ ফিরে শোয় আশ্চর্য পৃথিবী।
৩.
স্বপ্নমঙ্গল
হাড়গোড় নিয়ে স্বপ্নমঙ্গল লিখে চলেছে এক দার্শনিক
এ জন্মে নুন পাহাড়ের আর সমুদ্র দেখা হলো না
ও আয়না জীবন মুন্ড বাইরে রেখে চলো
ঈশ্বরের শ্বাসকষ্ট দেখে আসি।
৪.
লগইন
গোলাপের শো-রুম থেকে বেরিয়ে আসছে নিওপ্রিন দম্পতি
লম্বা জিভের ভেতর মেরুপ্রদেশের গান
কঙ্কাল স্বেচ্ছাসেবক বুকপকেটে গুঁজে দিচ্ছে ধন্যবাদ
আঃ ভিবজিওর ঘুম কয়েকশো তারার চোখ
দূর থেকে উড়ে আসছে চতুর মাইক্রোসফট
নিশাচর লগইন হেলথ্ ওকের ছায়া।
৫.
আয়ুলিখন
এবং জানি না কিভাবে এলাচ ভোর উঠে যায় গাছের পাতায়
কখন যে সন্ধেতারা দোল খায় শান্ত শাখায়, কিভাবে বদলে যায় ভাঙা চেয়ারের ঘুম
অথচ মাথার বাকল খুলে দেখি হাজার হাজার স্কাইলাইটের রং
ময়ুর মুদ্রায় ফুটে ওঠে চুম্বন শীৎকার,শরীরই বসতভূমি হাত ও চোখের কাঙাল পরাগ,
জিভের নিচে নিঃস্বতার অনুবাদ শুধু ছুঁতে চায় জীবনের সন্ধি সমাস
মৃত বছরের আয়ু ঝুঁকে পড়ে
অনন্ত প্যারাফিন লিখে চলে লিকলিকে পৃথিবীর ঝর্ণা যাপন।
৬.
গর্বিত শামুক
দিন ও রাত্রির মধ্যিখানে দাঁড়িয়ে বাঘেরা ক্যারাম খেলছে
সন্দেহ আর যন্ত্রনার ফাঁক দিয়ে পন্ডিত শেয়াল বাজারে ছুটছে
সেয়ানা চিংড়ির সম্মতি না পেলে সমস্ত সিগন্যাল অফ
ঠিক দশটায় যে যার দাঁড়ে দোল খাবে জেনারেল সিফট
দৃশ্যমান হিংস্রতার টেলিকাস্ট দেখতে দেখতে বিছানায় শুয়ে পড়বে গর্বিত শামুক।
৭.
তিন সেকেন্ড শূন্যতা
শাদা অভিমান।টকঝাল ছিল না যে জোর করে বলা যায় না
একটা নেউল রঙের চাঁদ আটকে ছিল বাসি জানলায়
কয়েকটা আরশোলা এখনো ভাবছে আমার মৃত্যুর পর কোথায় বসবে তারা
তিন সেকেন্ড শূন্যতায়
বেহুঁশ উড়ে গেলে স্যাটেলাইট ছুঁয়ে ফেলবে দুনিয়ার বোকামি
সমস্ত ছদ্মনাম সর্বনাম মিলেমিশে ছুটে যাবে ইঁদুর ভর্তি ট্রেন

No comments:
Post a Comment