Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | ফারহানা রহমান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












ফারহানা রহমান
আড়াল  

সারারাত অন্ধকারে কতকিছু আনাগোনা করে আজকাল 
কত ধরণের মিহিকান্না ভেসে আসে 
আচ্ছা আমি কি একাই শুনি শুধু শব্দগুলো?

স্নায়ুরোগে ভুগে ভুগে মার্চ ও এপ্রিল মাস কফিনেই কেটে গেলো
         আকাশের বুকে সরু হয়ে ওঠা চাঁদ দেখি 
মরা মানুষের হাড়ের মতো হা হয়ে থাকে
কালপুরুষের ছায়া

   অথচ এখন আর খুব কাছে থেকেও
   ট্রেনের হুইসেল শুনতে পাই না
   তবে কি আমি বধির হয়ে গেছি
   প্রবল নৈঃশব্দ্যে নষ্ট হয়ে গেছে শ্রুতিযন্ত্র

   সময় ফসিল হয়ে গেলে
   কিছুটা আড়ালে হারিয়ে গিয়েছে চিরচেনা মুখগুলো
        অজানা আশংকা মিয়ে    
   ভ্যানগগের সূর্যমুখীতে মানুষগুলো সব ঘুমিয়ে পড়েছে।    
 

মারী  

এইসব সিজোফ্রেনিয়ার দিনে  
পৃথিবী নিঃসঙ্গ হলে
মৃত্যুবিষয়ক মর্মবেদনায় ভুগে ভুগে  
পানশালায় বসে থাকি মারী দেখবো বলে- 
রক্তে তীব্র নিকোটিনের প্রভাব  
শত শত মানুষ ধূসর চোখে চেয়ে আছে 
দ্যাখো সামনে রয়েছে অন্ধকার গোলকধাঁধা
ফুসফুসে অক্সিজেন উধাও এখন
খেলার সকল সরঞ্জাম হারিয়ে গিয়েছে বলে
সমস্ত উৎসব শেষ হয়ে যায় 
সুদূর অতীত থেকে কারা তবে 
বারবার ডাকে সকরুণ সুরে?
এখানে চাওয়া-পাওয়া কিছুই নেই আর   
সরল ডানায় ওড়ে গেছে নিস্তব্ধ সময় 
তবু কিছু স্রোত তখনও বুদবুদ নিয়ে চিরশূন্যতায় ভাসে...  

No comments: