Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | মনজুর রহমান |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












মনজুর রহমান
গ্রন্থিকাল

হয়তো কোথাও যাওয়া হবে না আর
হয়তো তুমিও হাসবে না এই বিষণ্ন নীলিমায়,
আমাদের বিভাজন পথ জুড়ে শুয়ে আছে অন্ধ পাইথন,
প্রান্তরের বাতাসে  ঘুটঘুটে বিষাদ,
করুণ পথের রেখায় ফেলে আসা রৌদ্রপ্রহরে--একদিন ছিলো সবুজ প্রজাপতি রঙ;
এখন মেঘের ধূসর প্রচ্ছদে দিনগুলি আড়মোড়া ভাঙে প্রতিদিন,
বাতাসে তবু একই গন্ধ পুরাতন-সুপ্রাচীন,
আমাদের হাত তবু ব্যাকুল প্রত্যাশায় সন্নিবদ্ধ  হতে চায় একই রঙে- ঘ্রাণে- উষ্ণতায় ;
পরস্পরকে  ছুঁয়ে থাকার আমৃত্যু লিপ্সা- ব্যাকুল বাসনার মতো ঘোরগ্রস্থ করে রাখে আমাদের চোখ;
বিনিদ্র তারাদের নিচে--দুঃখেরা নিবিড় জড়িয়ে নিলে,
আমরা রাতের পাশে এসে বসি,
পরস্পর নিদ্রাহীন...অপেক্ষায়...

গজদাঁত

তোমার কাজল ছুঁই ছুঁই চোখদুটো,
কখনোই অনন্য হয়ে ওঠেনি নিটোল দিঘীর  উপমায়
চিবুকের তিল --অহংকারের তিলোত্তমা সাজে, সাজেনি কখনো
চলনে ও বলনে নিতান্তই সাদামাটা ছিলে তুমি
চোখে পড়বার মত তেমন কিছুই ছিলো না তোমার।
শুধু মেঘরঙ লেগে থাকা তোমার মুখরেখায় অকস্মাৎ হাসির বিদ্যুৎ খেলে গেলে
একটা গজদাঁত অনন্য প্রেমে -
গেঁথে যেতো প্রেমিকের পাঁজরের ভীতে!
আমি সেই বজ্রাহত প্রেমিক তোমার
কতটা পোড়া ধূপের ছাই মেখেছি শরীরে,
জানি আমি--তুমি তা কখনো জানোনি।


No comments: