Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | কুশল ভৌমিক |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












কুশল ভৌমিক
কই যামু

কই যামু? নিজেরে ছাড়া
যাওনের জায়গা কই?
আয়নার সামনে দাঁড়াই
নিজেরে ছাড়া দেহি না কিছুই।
পড়বার বইয়া মাইয়াডা আমারে ভেঙচায়
মনে অয় কইন্যা না, নিজেই নিজেরে ভেঙচাই।
পোলাডা আকুবাকু করে
কান্ধে লইয়া বারান্দায় যাই
মনে অয় নিজের কান্ধে নিজেই চইড়া বইছি।
মা বাপ দুইজনেই মইরা গেছে
দেয়ালে ছবি টাঙানো, গ্যান্দাফুলের মালা ঝুলে
মনে অয় নিজেই মইরা ঝুইলা রইছি।
কই যামু?যাওনের জায়গা কই?
রাইতে বউরে জড়াইয়া ধরি
মনে অয় নিজেই নিজেরে জড়াইয়া আছি
নিজের লগে নিজেরই সঙ্গম
বিহানে মন্দিরে যাই
নিজের ভিতরে ঈশ্বর
আর ঈশ্বরের ভিতরে নিজেরে দেহি।
কই যামু?
যাওনের জায়গা কই?
যাওনের তো জায়গা নাই
নিজের ভেতর যাওয়া
নিজের ভেতর নিজেই আদম
নিজেই বিবি হাওয়া।

খুন

চলো, আমরা দুজন মিলে
খুন করে ফেলি
আমাদের সীমাহীন ব্যস্ততাগুলো
অকারণ দম্ভ
দূরত্বের দীর্ঘশ্বাস আর
সূচ হয়ে ঢুকে পড়া
তৃতীয়পক্ষের অনাবশ্যক আস্ফালন।
যেহেতু খুন করার জন্য
আমাদের  মজুদ আছে
ভালোবাসার মতো
ধারালো একটি অস্ত্র।
এসো প্রকাশ্যে খুন করে
আমরা একে অপরের কাছে
আত্মসমর্পণ করি।
বিচারে
আমাদের সাজা হোক
একই ছাদের তলায়
যাবজ্জীবন কারাদণ্ড।

No comments: