Thursday, August 20, 2020

| বাংলাদেশ সংখ্যা | নাসিরুদ্দিন শাহ |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || || ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||












নাসিরুদ্দিন শাহ
যাত্রাপথ

কারও সাথেপাছে না থেকে একাকী
বয়ে চলা পাতার বিন্যাসে ঘুমন্ত 
আগ্নেয়গিরি খুঁজে বেড়াই
মন নদীতে বয়ে চলা ঢেউ আলোচনা
মুখস্থ করি যার তার মুখের আদলে
যেখানে মানুষ এক একটি ছায়া হরিণ

কেউ থাকে না নিজের অজুত সংসারে 
একা চলতে হয় বেড়াজালের প্রলোভনে
সারাদিন একাই চলি খাই ঘুমাই যাই

আশ্চর্য এক কাশবনের যাদুতে মিশে যাই
হেলে পড়ি তার অগাধ গহীন বিমুগ্ধতায়
খুব চুপচাপ তামাটে কালশিটে 

একাকী খুব একাকী আকাশ ছুঁই দেখি
মানুষের অচল যাত্রাপথ দিগন্ত ছুঁয়ে 
নেমে যাচ্ছে দূরের ইশারা মায়ায়


ধূসর ধলেশ্বরী

বেগানা সময়ের পালক ছুঁয়ে যেন
পৌঁছে গেলাম বাবলা বনের ধারে
যাত্রাপথের কোন বিরতি ছিল না 
শুধু দেখলাম কাকের কুণ্ঠিত চোখ 

ধলেশ্বরীর তীর ধরে হাঁটছিলাম আমি        
 চাকার নেশা ভুলে চোখের সামনে 
স্বরিত পাখির দল উড়তে লাগলো
আমি ওদের ইশারারাগ চিনলাম

যেতে থাকি বালির বিছানা মাড়িয়ে 
পায়ে লাগে অতুলনীয় স্নিগ্ধ বিন্যাস
আমি তখন মাটি ছোঁয়ার নেশায় 
দু'হাতে ধরতে যেয়ে ভুলে গেলাম বা
আমার আমি কতটা বালক হলাম

No comments: