|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
শেখর দেব
নৈঃশব্দ্য
দরোজার কপাটদ্বয় সজোরে বন্ধ হলো
শব্দহীন
বন্ধ হবার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে
সমস্ত বায়ু শোঁ শোঁ বের হয়ে গেলো
শব্দহীন
কানে তালা পড়লো ভ্যাকুয়াম ঘরে
বুকে অনুভূত হলো প্রচণ্ড চাপ
কে যেনো চেপে ধরেছে সমস্ত শক্তি দিয়ে
থমকে গেছে নিশ্বাস।
চোখ বন্ধ করে ভ্রুয়ের মধ্যে স্থির করলাম দৃষ্টি
হঠাৎ সবকিছু শীতল হয়ে গেলো
ফুসফুসের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেলো বায়ু
সশব্দে সচল হলো হৃদপিণ্ড
শব্দহীন
চারদিক সুনশান নীরবতা
শব্দহীনতা
বুঝেছি আকাশটা হারিয়ে ফেলেছি!
চোখের চলন
অজ্ঞানতার আনন্দ থেকে উঠে এসে
নিজের সমুখে দাঁড়াতেই
আপাত বন্ধ হয়েছে চোখ
আলো নেই তবু পষ্ট দেখা যায়
নাসিকাগ্রে দৃষ্টি নিক্ষেপের পর
চোখ দুটি সরে যেতে থাকে
পরস্পরের থেকে দূরে
অতীতের দিকে ছুটে যায় এক চোখ
অন্যটা ভবিষ্যতের অভিমুখে।
ধাবমান চোখ থেকে ঝরে পড়া আলো
কুড়াতে কুড়াতে বেড়ে যায়
অজ্ঞানতার ব্যথা ও বিবিধ অসুখ
তাড়াতাড়ি খুলে যায় চোখ
বর্তমান ব্যঙ্গ করে জ্বলে উঠে ঝিকমিক
অতীত ভবিষ্যতের কথা ভুলে
হয়ে উঠি বর্তমানের মানুষ
সমগ্র ব্যথা হতে ফুটে উঠে ফুল।
শেখর দেব
নৈঃশব্দ্য
দরোজার কপাটদ্বয় সজোরে বন্ধ হলো
শব্দহীন
বন্ধ হবার ঠিক কয়েক সেকেন্ডের মধ্যে
সমস্ত বায়ু শোঁ শোঁ বের হয়ে গেলো
শব্দহীন
কানে তালা পড়লো ভ্যাকুয়াম ঘরে
বুকে অনুভূত হলো প্রচণ্ড চাপ
কে যেনো চেপে ধরেছে সমস্ত শক্তি দিয়ে
থমকে গেছে নিশ্বাস।
চোখ বন্ধ করে ভ্রুয়ের মধ্যে স্থির করলাম দৃষ্টি
হঠাৎ সবকিছু শীতল হয়ে গেলো
ফুসফুসের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেলো বায়ু
সশব্দে সচল হলো হৃদপিণ্ড
শব্দহীন
চারদিক সুনশান নীরবতা
শব্দহীনতা
বুঝেছি আকাশটা হারিয়ে ফেলেছি!
চোখের চলন
অজ্ঞানতার আনন্দ থেকে উঠে এসে
নিজের সমুখে দাঁড়াতেই
আপাত বন্ধ হয়েছে চোখ
আলো নেই তবু পষ্ট দেখা যায়
নাসিকাগ্রে দৃষ্টি নিক্ষেপের পর
চোখ দুটি সরে যেতে থাকে
পরস্পরের থেকে দূরে
অতীতের দিকে ছুটে যায় এক চোখ
অন্যটা ভবিষ্যতের অভিমুখে।
ধাবমান চোখ থেকে ঝরে পড়া আলো
কুড়াতে কুড়াতে বেড়ে যায়
অজ্ঞানতার ব্যথা ও বিবিধ অসুখ
তাড়াতাড়ি খুলে যায় চোখ
বর্তমান ব্যঙ্গ করে জ্বলে উঠে ঝিকমিক
অতীত ভবিষ্যতের কথা ভুলে
হয়ে উঠি বর্তমানের মানুষ
সমগ্র ব্যথা হতে ফুটে উঠে ফুল।

No comments:
Post a Comment