|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
রিয়েল আবদুল্লাহ
রিয়েল আবদুল্লাহ
এক দুপুরের গল্প
তুমি এলেই শুরু হবে ভাঙ্গা দুপুরের গল্প
রোদ পোহাতে ঘাসের জমিনে এসে একটু বসো-
দুটো চড়ুই যদি উড়ে যায় যাক,ক্ষতি নেই,
তাঁদের নিরুদ্দেশ গন্তব্যের প্রতি চেয়ে রবো।
তুমি এলেই শুরু হবে ভাঙ্গা দুপুরের গল্প
রোদ পোহাতে ঘাসের জমিনে এসে একটু বসো-
দুটো চড়ুই যদি উড়ে যায় যাক,ক্ষতি নেই,
তাঁদের নিরুদ্দেশ গন্তব্যের প্রতি চেয়ে রবো।
যুগলবন্ধি আমরা দেখবো মেঘলা আকাশ
আকাশের শামিয়ানা ভেঙে নেমে এলে বৃষ্টিধারা
আমরা ভিজবো,টুপটাপ রঙিণ সবুজ মখমল।
আকাশের শামিয়ানা ভেঙে নেমে এলে বৃষ্টিধারা
আমরা ভিজবো,টুপটাপ রঙিণ সবুজ মখমল।
সন্ধ্যেবেলা জোনাক জ্বলে উঠলে
জোনাকির আলোর মতো
ছড়িয়ে দেব ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট ভালোবাসা।
জোনাকির আলোর মতো
ছড়িয়ে দেব ক্ষুদ্র ক্ষুদ্র প্যাকেট ভালোবাসা।
মূলতঃ সন্ধ্যের জন্যই দুপুর - বিকেল
ভালোবেসে তাঁরা অন্ধকারে যুগল মিশে যায়।
দিকশুন্য কাব্য
বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো
ক্রমশ স্তিমিত হয়ে আসে,
হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়
দ্রুত অন্ধকার নামে--বেদম হাসে।
ভালোবেসে তাঁরা অন্ধকারে যুগল মিশে যায়।
দিকশুন্য কাব্য
বাহিরে দুগ্ধবতী চাঁদের আলো
ক্রমশ স্তিমিত হয়ে আসে,
হুতুম প্যাঁচা ডাগর চোখ মেলে চায়
দ্রুত অন্ধকার নামে--বেদম হাসে।
একগুচ্ছ জোনাকি মেলে ময়ূর পেখম
দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,
ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায়
খুঁজি কোথায় ভালবাসার ডাক।
দূরে কলাবনে বাঁদুরের ঝাঁক,
ঝিঁঝিঁপোকা একটানা সানাই বাজায়
খুঁজি কোথায় ভালবাসার ডাক।
এই রাত কোথাও নিবিড়-কোথাও ঝাঁঝালো
বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,
সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে
মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।
বুকের ভেতরে তেজী অশ্বের হাঁক,
সময় বদলে গেছে-চাঁদও লুকোচুরি খেলে
মূহুর্তেই পাল্টে যায় কবিতার বাঁক।
গভীর থেকে গভীরে নামে সংশয়-বিষ্ময়
বিপন্ন জীবনের গান তেতে ওঠে,
চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ
বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।
বিপন্ন জীবনের গান তেতে ওঠে,
চাওয়া-পাওয়াগুলো নিঃস্ব হয়ে যায় ক্রমশ
বেদনার গল্পগুলো দিকশুন্য ছুটে।

No comments:
Post a Comment