Wednesday, August 12, 2020

| অণুুগল্প | অভিজিৎ পালচৌধুরী |

|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন || 
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...|| || দ্বিতীয় বর্ষ ||












অভিজিৎ পালচৌধুরী
ফেল্টহ্যাম পার্ক ..

কনকনে ঠান্ডা , এগারো বারো হবে হয়ত ।সকাল সাতটা পঞ্চাশ । তিতলি পড়ি কি মরি হাঁটছে না দৌড়চ্ছে বিস্টন ওয়ে থেকে বেড়িয়ে ফেল্টহ্যাম রোড ধরে স্টেশনের দিকে । অফিস টাইমের ব্যস্ততা । রেডিং এর ট্রেন ধরবে ও । রোজ সকালে স্টেশন অব্দি সঙ্গী আমি । ও আগে আগে হাঁটে আর মাঝে মাঝে পেছন ঘুরে বাবাকে শেখায় কখন রাস্তা পেরোতে হয় । রোজ এই ব্যস্ত পথচলা পথের আকর্ষণ বাড়িয়ে দিয়েছে এখানে । তাই ফেরা আমার শ্লথ মন্থর পায়ে ।দুপাশে সারি সারি গাছের ছড়ানো সবুজের মাঝে ছবির মত সব বাড়ি ।কিন্তু এইসময়ের ব্যস্ততার মধ্যেও সব কেমন অদ্ভুত কোলাহলহীন। যাওয়ার সময়ে দেখেছিলাম ফুটপাথের ডানদিকে একটা প্রায় আদিগন্ত সবুজ মাঠ লম্বা লম্বা গাছেদের পাঁচিলে ঘেরা , কোথাও কোন জনমনিষ্যি নেই । প্রবেশপথে ছোট্ট পরিচয় লেখা - ফেল্টহ্যাম পার্ক । 

এই ব্যস্ত জনপদের পাশে এরকম নির্জন পার্ক আমার কৌতূহল বাড়িয়ে দিল । ঢুকে পড়লাম সটান । ঢুকতেই নামনাজানা লম্বা একটা গাছের গা বেয়ে নেমে এলো একটা লালচে বাদামী রঙের খরগোশের সাইজের কাঠবেড়ালি। বিশাল লোমশ একটা ল্যাজ তুলে ঘাসের ওপর পড়ে থাকা কিছু তুলে খেতে লাগল আমাকে বিন্দুমাত্র পাত্তা না দিয়ে । আমি হাঁটতে হাঁটতে কাঠবেড়ালি ,লম্বা লম্বা গাছের সারি পেরিয়ে পৌঁছতে চাইলাম বিশাল মাঠের শেষে এই চিরসবুজ রহস্যের শেষপ্রান্তে ।পৌঁছনো হলো কিনা জানি না , এক ঘোরলাগা সম্মোহনে প্রতিদিন আমার ফেরার পথের পিছুডাক হল সে । 

তিতলিকে পার্কের কথা বলতেই বলল ওখানে যেও না । জায়গা টা ভাল নেই আর । হপ্তা খানেক আগে পার্কের ভেতর খুন হয়েছে একজন । এই সুন্দরের মধ্যে খুন ! মনটা একটু বিস্বাদ হয়ে গেলেও পিছুডাক এড়ানো গেল কই ! তাই আজ ফেরার পথে আবার । সারি সারি গাছ । কাঠবেড়ালির ছুটোছুটি । ডানা উড়িয়ে পাখিদের নেমে আসা । সবুজ ঘাসের ওপর এক অনির্বচনীয় নৈঃশব্দের কুয়াশা । 

কুয়াশা ভেদ করে আমি খুঁজতে চাইলাম সেই খুনীকে । আমার ভেতর থেকে চিৎকার বেরিয়ে এল - কোথায় তুমি .. এগিয়ে এসো ...তোমার হিংসার বলি দাঁড়িয়ে আছি. ..হত্যা কর আমাকে .. আমার শরীরটাকে টুকরো টুকরো করে তোমার হিংসার আগুন নির্বাপিত কর .. আমার টুকরোগুলোকে ছড়িয়ে দাও ঐ ঘাসের বিছানায় .. আদিগন্ত মাঠে .. ঐ বোবা পাহারাদার বিশাল গাছের গোড়ায় .. এই সুন্দরের সমারোহে নিভে যাক তোমার উন্মত্ত হিংসাগ্নি চিরদিনের মত । রাতভোর বৃষ্টির চাদরে ঢেকে যাক আমার লাশ.. ঘাস উঠুক .. ফুল ফুটুক .. আরেকটা লম্বা গাছ আমার লাশ ফুঁড়ে উঠে যাক্ সটান আকাশে সবুজের নিশান উড়িয়ে ।

No comments: