|| সাপ্তাহিক ব্ল্যাকহোল ওয়েবজিন ||
|| ১টি মাসিক স্বতন্ত্র সাহিত্য প্রয়াস...||
শাহরিয়ার রুবাইয়াত
অবাঞ্চিত
সে সবই ছিল যন্ত্রণার অতিবাহন,
নাটাইয়ের রজ্জুতে পেঁচানো অনিমন্ত্রিত ধমনি
স্থবির রাত্রির পথে প্রবঞ্চনার প্রাচীর
শিখী গলে ভাসা হিমবাহে
জমানো ঘৃনার নিরেট আগমন;
ঘোর আঁধারির অচিহ্নিত সীমানায়।
সার বেঁধে দাঁড়ানো প্রত্ন-প্রাকারে
আঁত ক্ষত ভেসে যায়;
নবাঙ্কুর জাগে উপমাতার সন্ত্রস্ত উৎকন্ঠায়
পড়ন্ত দিনের বিক্ষুব্ধ হলুদ পাতায়।
ভূমিষ্ঠের পরে সংকুচিত জরায়ুতে জমে থাকে রক্ত;
শপথ ভেসে চলা গঙ্গায়
সিঁদুর ধোয়া নিত্য নিবিড় ক্ষণে,
স্মৃতির শরীর ছুঁয়ে নেমে যায় বিতৃষ্ণার পারদ
পরজীবীর একান্ত মৃত্যু গর্জনে।
বিভ্রান্তি
সৃষ্টির কাছে মাথা পেতে রেখেছে মহাকাল
নিরন্ন দিন-রাত্রির বলয়ে।
সভ্যতা হেটে গেছে অশালীন তপস্বীর কাছে
ত্রিকোণমিতির দুর্ভেদ্য ঘনাঙ্কে।
তাই; একটা গোটা দিন
নিজেকে আড়াল করে রাখলো ব্যথার আলয়ে
চেতনা শূন্য আত্মহারার মত একতারার টুংটাং বিরহে।
একটা গোটা রাত
নিজেকে ডুবিয়ে রাখলো তারকাময় মহা সমুদ্রে
তৃষিত অঞ্জলির নোনা বিষণ্নতায়।
আর; কেমন বুভুক্ষের মত ছুটে আসে মেঘ
শ্রাবনকে পাশে পেতে
কাঙাল প্রতিশ্রুতির শৃঙ্খলে,
অন্ধকার প্রাঙ্গণে ল্যাম্পপোস্টের আলো হতে
খিল দিতে নির্বিঘ্নে স্রোতের দরজায়।

No comments:
Post a Comment